মনের মতো মানুষ পাইলাম না’ ছবির শুটিং চলাকালে আহত হয়েছেন ঢালিউড অভিনেত্রী বুবলী। মঙ্গলবার ছবিটির শুটিং চলছিল ঢাকার একটি হাসপাতালে।
বুবলী বলেন, মাথার বাম পাশে কানের ওপরে ব্যথা পেয়েছিলাম। একটি দৃশ্য ক্যামেরাবন্দী করতে গিয়ে হাসপাতালের ইমার্জেন্সি গ্লাসের দরজার সাথে আঘাত পাই।
অনেক ফুলে গিয়েছিল আর হালকা কেটে রক্তপাত হয়েছিল। কিছুক্ষণ শুটিং বন্ধ রাখা হয়। তারপর ডা. এসে বরফ দিতে বলে, পেইন কিলার দেয়। প্রায় দুই ঘণ্টার মতো বরফ দেয়া হয়েছে একটু পর পর।
এখনো অনেক ব্যথা। এর মধ্যে ব্যথা না কমলে সিটি স্ক্যান করাতে হবে।
‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বুবলী।
এসএইচ-২৩/২৬/১৯ (বিনোদন ডেস্ক)