নুসরাত-নিখিলের একান্ত মুহূর্তের ছবি

ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ে সেরে তুরস্ক থেকে কলকাতায় ফিরেছেন নুসরাত জাহান। এরইমধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি।

বিয়ে করে ফেরার পর মারোয়াড়ি রীতিতেই নববধূকে বরণ করে নিয়েছেন নিখিলের মা।

গৃহ প্রবেশের সময় পারিবারিক রীতি মেনেই নুসরাতকে কোলে তুলে ঘরে ঢোকেন নিখিল।

আপাতত আলিপুরে শ্বশুরবাড়ির কাছাকাছি নতুন ফ্ল্যাটে নিখিলের সঙ্গে নতুন সংসার পেতেছেন অভিনেত্রী। নিখিলের সঙ্গে একান্তে সময় কাটানো বিশেষ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন অভিনেত্রী।

আগামী ৪ জুলাই রয়েছে নুসরাত ও নিখিলের কলকাতার রিসেপশন পার্টি।

এসএইচ-১১/২৭/১৯ (বিনোদন ডেস্ক)