কয়েকদিন আগেই লন্ডনে স্বামী বিরাট কোহলির সঙ্গে ছুটি কাটিয়ে এসেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এররপই কানাঘুষো শুরু হয়, মা হতে চলেছেন নায়িকা। আর সেই সুখবরটা বিরাট কোহলিকে জানাতে লন্ডনে গিয়েছিলেন আনুশকা।
তবে ভক্তদের সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আনুশকা জানিয়েছেন, মানুষ গুজব ছড়াচ্ছে।
এ রকম কিছুই ঘটেনি বা ঘটছেও না। যারা এই নিয়ে জল্পনা করছেন তারা ভুলে গেছেন, বিয়ে লুকিয়ে রাখা যায় কিন্তু প্রেগনেন্সি লুকিয়ে রাখা যায় না।
তিনি আরও বলেন, সব অভিনেত্রীকেই এই পর্যায়ের মধ্য দিয়ে যেতে হয়। কারণ বিয়ে হওয়ার আগেই গুজব ছড়িয়ে যায় বিয়ে করার। আবার মা হওয়ার আগেই জল্পনা ছড়িয়ে পড়ে মা হওয়ার।
আপাতত তারা দু’জনেই নিজেদের ক্যারিয়ারে মনোনিবেশ করতে চান। সে রকম কোনো পরিকল্পনা থাকলে সেটা বেশি দিন লুকিয়ে রাখা যাবে না বলেও জানিয়েছেন তিনি।
এসএইচ-১৩/২৭/১৯ (বিনোদন ডেস্ক)