এবার হলিউডে ক্যাট!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ‘বুম’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। সে ছবি অবশ্য ব্যবসা সফল হয়নি। তবে এরপর থেকে তিনি বলিউড কে উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি।

ভারতের বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করলেও আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেননি কখনো ‘চিকনি চামেলি’ খ্যাত অভিনেত্রী ক্যাট।

বিশেষ করে ইংরেজি ভাষার ছবির প্রতি রয়েছে তার বিশেষ দুর্বলতা। সম্প্রতি ইংরেজি ভাষার ছবিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এ অভিনেত্রী।

বলিউডের অন্যান্য অভিনয় শিল্পী- দীপিকা পাড়ুকন, প্রিয়াংকা চোপড়া মতো তিনিও হলিউডে কাজ করতে চান বলে আগ্রহ প্রকাশ করেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি নাকি হলিউডের ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন ক্যাটরিনা। কয়েকটি স্ক্রিপ্টও পড়েছেন যা তার পছন্দ হয়েছে। তবে বিষয়টি এখনও একেবারেই গোপন রাখছেন। কবে নাগাদ তিনি হলিউডে কাজ করবেন তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, ক্যাট সর্বশেষ সালমান খানের সঙ্গে ‘ভারত’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন।

এসএইচ-২১/৩০/১৯ (বিনোদন ডেস্ক)