শাকিবকে সরিয়ে সিনেমা হলে দেব, বিরক্ত দর্শক

শাকিবকে সরিয়ে

ফার্মগেটে অবস্থিত আনন্দ সিনেমা হলে চলছিলো শাকিব খানের চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। শুক্রবার থেকে সেই সিনেমা হলে চলছে দেবের ভারতীয় বাংলা সিনেমা ‘কিডন্যাপ’। গতকাল দেশে ৫০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ভারতের এই ছবি। শাকিব খানের ছবি সরিয়ে দেবের ছবি মুক্তি দেওয়ায় বিরক্ত হচ্ছে দর্শক।

আনন্দ সিনেমা হলের গেটম্যান আব্দুর রহমান বলেন, “আরে ভাই, শাকিবের পুরানত ছবি চালাতেও আমাদের এখানে এক-দেড়শ দর্শক সিনেমা দেখতে আসে। গত সপ্তাহে চলছিল শাকিব খানের ‘পাসওয়ার্ড’ শেষে দুদিন ছাড়া পুরো সপ্তাহই দর্শক ছিল। তবে গতকাল দেবের ছবির মুক্তি পাবার পর সিনেমা হলে দর্শক নাই। আসলে আমাদের দেশে কলকাতার হিরো বা কলকাতার বাংলা ছবি দর্শক দেখতে চায় না। আমার নিজেরও ভালো লাগে না এসব ছবি দেখতে। তা ছাড়া সারা দিন দর্শক না থাকলে বসে থাকেও তো ভালো লাগে না। ”

কথা শুনছিল স্থানীয় হকার রউফ মিয়া, তিনি বলেন, ‘আরে ভাই, দেখতে এসেছিলাম শাকিব খানের ছবি। এখন দেখি দেবের ছবি চলছে। এসব সিনেমা হলে কেন দেখব। দেবজিৎ হচ্ছে আমাদের দেশের ছোট পর্দার শিল্পী। তাদের টিভিতে দেখতেই ভালো লাগে, সিনেমা হলে নয়। এখানে দেখি শাকিব খানের ছবি নামিয়ে দেবের ছবি মুক্তি পেয়েছে, এটা বিরক্তিকর।’

সিনেমা হলে ৩০ বছর ধরে ব্লাক করছে ফারুক গাজী। তিনি বলেন, ‘আসলে আমাদের দেশের দর্শক কখনোই কলকাতার শিল্পীদের ভারতীয় ছবি পছন্দ করে না। তাদের ভাষা বা সমাজ আমাদের মতো নয়, দর্শক সিনেমা হলে আসে নিজের জীবন দেখতে। নিজের মতো কথা, নিজের মতো চলাফেরা দেখতে। কলকাতার ছবি আমাদের সিনেমা হলে কখনই চলে না। তার পরও কেন মুক্তি পায়, সেটাই রহস্য।’

ছবিটি আমদানি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। রাজা চন্দ পরিচালিত ছবিটিতে জুটিবেঁধে অভিনয় করেছেন দেব ও রুক্মিণী। ছবিতে দেব-রুক্মিণী ছাড়াও অভিনয় করেছেন চন্দন সেন, শ্রীপর্ণা সেন, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ৷ ছবির সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি ৷ প্রযোজক দেব নিজেই।

আরএম-০৭/১৩/০৭ (বিনোদন ডেস্ক)