আমার যখন ১২, দিলদারের তখন ৫২: নাসরিন

আমার যখন ১২

২০০৩ সালের ১৩ জুলাই মৃত্যু বরণ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী কৌতুক অভিনেতা দিলদার। অন্যদিকে অভিনেত্রী নাসরিনের রুপালি পর্দায় অভিষেক হয় ১৯৯২ সালে।

তারপর নাসরিনের পরিচিতি আসে প্রয়াত দিলদারের সঙ্গে জুটি বেঁধে। দিলদার মারা যাবার পর কাবিলার সঙ্গেও জুটি বেঁধে নতুন করে আলোচনায় ছিলেন তিনি। বেশকিছু ছবিতে নেতিবাচক চরিত্রেও তাকে দেখা গেছে।

দিলদারকে স্বরণ করে নাসরিন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘অনেকেই ভাবে আমার বয়স বেশি। কারণ দিলদার ভাইয়ের সাথে অনেক কাজ করেছি। কিন্তু আমার বয়স মোটেও বেশি নয়। ১২ বছর বয়সে সিনেমায় কাজ শুরু করি। তখনই দিলদার ভাইয়ের সাথে কাজ শুরু আমার। আমার যখন ১২ বছর বয়স, দিলদার ভাইয়ের তখন বয়স ৫২ বছর।’

তিনি আরও বলেন, আমি ৮০০ এর বেশি সিনেমায় কাজ করেছি। ২৭ বছরের চলচ্চিত্র ক্যারিয়ার আমার। এখন কাজ কম করলেও স্টেজ শো করেই জীবন যাপন করছি। পাশাপাশি দুই সন্তান নিয়ে সংসার করছি।

আরএম-১০/১৩/০৭ (বিনোদন ডেস্ক)