বক্তব্য দিয়ে চলে গেলেন মন্ত্রী, ২ ঘণ্টা পর পৌঁছালেন শাকিব খান

বক্তব্য দিয়ে

অমর নায়ক সালমান শাহ’র ৪৮তম জন্মদিন আজ (১৯ সেপ্টেম্বর)। এ উপলক্ষে ঢুলি কমিউনিকেশনস আয়োজন করেছে সপ্তাহব্যাপী ‘সালমান শাহ জন্মোৎসব-২০১৯’।

বেলা ১১টায় মধুমিতা সিনেমা হলে শুরু হয় সালমান শাহ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে ১১টা ১০ মিনিটে উপস্থিত হন প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। কিন্তু অনুষ্ঠানের উদ্বোধক শাকিব খান আসেন দুপুর পৌনে ১টায়।

ফলে উদ্বোধক শাকিব খানের অনুপস্থিতিতেই বক্তব্য দিয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ফালগুনী হামিদসহ বেশ কয়েকজন।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে ঢুলি কমিউনিকেশনসের উদ্যোগে রাজধানীর বলাকা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় ‘সালমান শাহ স্মরণ উৎসব’। সে বছর ৬ সেপ্টেম্বর এই নায়কের মৃত্যুবার্ষিকীকে ঘিরে আয়োজিত উৎসবটি ব্যাপক সাড়া ফেলে সারা দেশে।

আরএম-০১/১৯/০৯ (বিনোদন ডেস্ক)