আবারও বাংলাদেশের ছবিতে শিনা চৌহান

আবারও বাংলাদেশের

মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’র সুবাদে প্রথম বাংলাদেশের ছবিতে কাজ করেন ভারতের জনপ্রিয় মডেল-অভিনেত্রী শিনা চৌহান। ছবিটি মুক্তি পায় ২০১৪ সালে। পাঁচ বছর আবার বাংলাদেশের ছবিতে কাজ করতে যাচ্ছেন শিনা।

এবার নির্মাতা অনম বিশ্বাসের নতুন ছবি ‘আনফেয়ার’-এ দেখা যাবে শিনাকে। এমনটাই জানিয়েছেন ভারতের এই শিল্পী।

শিনা চৌহান বলেন, ‘অনম বিশ্বাসের কাজগুলো আমার ভালো লাগে। তিনি তার নতুন ছবিতে আমাকে ডাকায় খুশি হয়েছি। কিছুদিন আগে এ ব্যাপারে তার সঙ্গে আমার চূড়ান্ত কথা হয়েছে। ছবির বিষয়বস্তুটি আমার খুব ভালো লেগেছে। আশা করি, দারুণ কিছু একটা হবে।’

‘আনফেয়ার’ ছবির গল্পে দেখা যাবে, ক্যারিয়ার গড়তে গ্রাম থেকে শহরে আসেন শিনা। কিন্তু সেখানে তিনি বৈষম্যের শিকার হন। ১৫ মিনিট ব্যাপ্তির এই ছবির চিত্রনাট্য লিখেছেন ব্রিটিশ চিত্রনাট্যকার ফ্রেজার স্কট। এর প্রযোজক হিসেবে থাকছে মুসাফির সৈয়দ।

নির্মাতা অনম বিশ্বাস জানান, চলতি বছর শেষ দিকে ছবির শুটিং শুরু হবে। এরপর ছবিটি পাঠছানো হবে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে।

এদিকে, বিপিএল’র প্রথম আসরের উপস্থাপনা করে বাংলাদেশে আলোচনায় আসেন শিনা চৌহান। ক্রিকেটের পাশাপাশি সংগীতানুষ্ঠান ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার উপস্থাপনা করেও সবার নজর কাড়েন শিনা।

আরএম-০৮/২৩/১০ (বিনোদন ডেস্ক)