ছবিটি দেখে দর্শকরা প্রতারিত হবেন না : আইরিন

ছবিটি দেখে

ঢাকাসহ দেশের ১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আইরিন অভিনীত ছবি ‘পদ্মার প্রেম’। সত্তর দশক পরবর্তী সময়ে পদ্মা পাড়ে বসবাসরত মানুষের দিনযাপন নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালনা করেছেন হারুন-উজ-জামান।

‘পদ্মার প্রেম’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অ্যালেকজান্ডার বো, আইরিন সুলতানা, সুমিত সেনগুপ্ত। ছবিটি কলকাতায় মুক্তির পর দেশের ১৯ প্রেক্ষাগৃহে শুক্রবার (১ নভেম্বর) থেকে চলছে।

ঢাকার কয়েকটি সিনেমা হলের খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ছবিটি দেখার জন্য মুক্তির দিন থেকে মোটামুটি দর্শক হলে আসছেন। এখন পর্যন্ত যে কয়েকটি শো হয়েছে সবগুলোতে বেশ ভালো দর্শক হয়েছে।

মধুমিতা হলে দর্শকদের সঙ্গে ছবিটি দেখেছেন আইরিন সুলতানা। তিনি বলেন, শুক্রবার মধুমিতা হলে ছবিটি দেখলাম। হাউসফুল হয়নি, তবে দর্শকের উপস্থিতি সন্তোষজনক ছিল।

তিনি আরও বলেন, আমরা সিনেমায় নতুন, সে হিসেবে ছবিটি অনেক চ্যালেঞ্জিং। আর আমি দর্শকদের একটা কথা বলব, ছবিটি দেখে দর্শকরা প্রতারিত হবেন না।

আরএম-০৪/০৫/১১ (বিনোদন ডেস্ক)