৭ বছর পর তাহসানের উপলব্ধি

৭ বছর পর

একই এলাকায় থাকার সুবাদেই দৃষ্টি সীমানায় আসা। এক পর্যায়ে ভালোলাগা থেকে শুরু হয় প্রেম। তবে সেই প্রেম বেশি দূর গড়ায়নি। পরিবারের বাধার মুখে ক্ষত হয় প্রেম। অবশেষে ছিঁড়ে যায় বাঁধন। এরপর থেকেই দুজনর পথ দুই মেরুতে, ভিন্ন গন্তব্যে!

এমনই দুই পরিবারের একটি গল্পে অভিনয় করেছেন তাহসান খান ও মেহজাবীন চৌধুরী। ‘মেঘ মিলন’ নামের এই নাটকটি দয়াল সাহার রচনায় সাগর জাহান তৈরি করেছেন।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, এই নাটকটিতে পরিবারে মা-বাবার গুরুত্বপূর্ণ কতখানি, তা দেখানো হয়েছে। প্রথমে প্রেম তারপর বিদেশে গিয়ে নানা ধরনের ঝামেলায় জড়িয়ে পড়ে প্রেমিক-প্রেমিকা। সাত বছর পর যখন আবার দেখা হয়, তখন তাদের নতুন কিছু উপলব্ধি হবে।

সাগর জাহান আরো বলেন, নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে নতুনদের সুযোগ দিতে চাই। তাই দ্বিতীয়বারের মতো তরুণ নাট্যকারকে নিয়ে কাজ করলাম।

তিনি বলেন, নাটকটির গল্প চমৎকার। আসলে আমাদের ইন্ডাস্ট্রি তৈরি করতে হলে আরো বেশি বেশি নাট্যকার সামনে আনতে হবে। আমি সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। শিগগিরই একটি বেসরকারি টিভিতে নাটকটি প্রচার করা হবে।

আরএম-০৮/০৬/১১ (বিনোদন ডেস্ক)