হুমায়ূন আহমেদ স্মরণে যত আয়োজন

হুমায়ূন আহমেদ

কিংবদন্তি কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিনে উপলক্ষে প্রতিবারের মতো এবারো চ্যানেল আই প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে ‘হুমায়ূন মেলা’। এছাড়া দিনব্যাপী চ্যানেল আই টেলিভিশনে থাকবে তাকে নিয়ে গান, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনী।

সেই ধারাবাহিকতায় চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘৩০০ সেকেন্ড’-এ অতিথি হয়ে আসছেন হুমায়ূন আহমেদের সহধর্মিনী ও চলচ্চিত্র নির্মাতা, কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন।

অনুষ্ঠানে হুমায়ূন আহমেদকে ঘিরে নানা আলোচিত বিষয় নিয়ে কথা বলবেন তিনি। শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেহাঙ্গল বিপ্লব। ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানটি রাত ১০.১৮ মিনিটে প্রচার হবে।

চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে হুমায়ূন আহমেদের সর্বশেষ চলচ্চিত্র ‘ঘেঁটুপুত্র কমলা’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, প্রাণ রায়, মুনমুন আহমেদ, কণ্ঠশিল্পী আগুন, আবদুল্লাহ রানা, ফজলুর রহমান বাবু, শিশুশিল্পী মামুন প্রমুখ। সিনেমাটি দুপুর ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে।

একই চ্যানেলে প্রচারিত হবে হুমায়ূন আহমেদের নাটক ‘গৃহসুখ প্রাইভেট লিমিটেড’। এ নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, ডা. এজাজুল ইসলাম, জয়, মোজাম্মেল হোসেন, দিলারা জামান, সালেহ আহমেদ, শবনম পারভিন, ফারুক আহমেদ, শামীমা নাজনীন, মুনমুন, আসাদুজ্জামান নূর প্রমুখ। নাটকটি প্রচার হবে রাত ৮টায়।

এছাড়াও চ্যানেলটি প্রচার করবে সঙ্গীতশিল্পী কোনালের উপস্থাপনায় ‘যে থাকে আঁখি পল্লবে’। হুমায়ূন আহমেদের সঙ্গীত ভাবনা নিয়ে কোনালের পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠানটি।

এতে অংশ নেবেন হুমায়ূন আহমেদের প্রায় গানের সুরকার, সঙ্গীত পরিচালক মকসুদ জামিল মিন্টু, সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী এবং গানের রাজা শফিকুল। অনুষ্ঠানের হুমায়ূন আহমেদের একটি অপ্রকাশিত গান প্রকাশিত হবে। অনুষ্ঠানটি প্রচার হবে রাত ১০ টায়।

আরএম-০২/১৩/১১ (বিনোদন ডেস্ক)