দুবাই মাতিয়েও সমালোচিত শাকিব খান (ভিডিওসহ)

দুবাই মাতিয়েও

বর্ণাঢ্য আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ১৪ নভেম্বর সন্ধ্যায় বসেছিল ‘টি-১০’ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে ভারতীয় একাধিক তারকার ভিড়ে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান।

ওই দিন বাংলাদেশ সময় রাত ১০টায় ‘নাম্বার ওয়ান শাকিব খান’ গান দিয়ে পারফর্ম শুরু করেন শাকিব খান। এরপর একে একে নিজের বেশকিছু জনপ্রিয় গানে মঞ্চ মাতান। এসময় গ্যালারি জুড়ে শাকিবকে নিয়ে উচ্ছ্বাসও দেখা যায় জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।

তবে ঝামেলাটা বাধে, পারফর্মেন্স শেষ করে নিজের অনুভূতি জানাতে গিয়ে। এ সময় শাকিব ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলতে শুরু করেন। এক পর্যায়ে ইংরেজির সঙ্গে ভাঙা ভাঙা হিন্দি ভাষায়ও কথা বলেছেন দেশের এই শীর্ষ নায়ক।

যা নিয়েই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। এক পক্ষ শাকিব খানের সমালোচনা করে বলছেন, শাকিব খান প্রায় নিজেকে ও নিজের সিনেমার মানকে আন্তর্জাতিক মানের বলে দাবি করেন। অথচ দেশের বাইরের এমন আয়োজনে অংশ নিয়ে যেভাবে কথা বলেছেন তাতে বাংলাদেশকে লজ্জায় ফেলে দিয়েছেন তিনি। প্রস্তুতি না থাকলে তিনি ভাঙা ইংরেজি বা হিন্দি না বলে বাংলাতেই মত প্রকাশ করতে পারতেন।

অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব ভক্তরা এমন সমালোচনার উত্তর দিচ্ছেন নানা যুক্তির্তকে। এদিকে জানা গেছে, এমন আয়োজন শেষ করে ১৬ নভেম্বর (শনিবার) দেশে ফিরেছেন শাকিব খান।

১৫ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ক্রিকেটের নতুন ফরম্যাট টি-টেন লিগ। টি-টেন লিগে এবার প্রথমবারের মত খেলছে বাংলাদেশের একটি দল। নাম ‘বাংলা টাইগার্স’।

আরএম-০৭/১৬/১১ (বিনোদন ডেস্ক)