বছরজুড়ে যাঁদের খুঁজেছে সারা দেশ

বছরজুড়ে

২০১৯ সালে গুগলে যাঁদের খুঁজেছে বিশ্ব তাঁদের তালিকা প্রকাশ করেছে গুগল। বাংলাদেশ থেকে বিনোদনজগতের বাসিন্দাদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে বলিউড অভিনেত্রী সারা আলী খানকে। বছরজুড়ে গুগলে খোঁজ করা মানুষদের তালিকায় ‘কেদারনাথ’ তারকার অবস্থান চতুর্থ। এই তালিকার শীর্ষে রয়েছেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। প্রথম দশজনের পাঁচজনই বাংলাদেশি ক্রিকেটার।

মোহাম্মদ নাইম ও আফিফ হোসেন আছেন তালিকার দ্বিতীয় ও তৃতীয় নম্বরে। এ ছাড়া মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন যথাক্রমে ছয় ও সাত নম্বরে। চতুর্থ নম্বরে সারা আলী খান ছাড়াও বিনোদনজগতের আরো তিনজনকে খুঁজেছে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা।

ইউটিউব চ্যানেলে গান করে গত বছর ভাইরাল হন ‘সামজ ভাই’, তিনি আছেন সারা আলী খানের ঠিক পরে, পাঁচ নম্বরে। অষ্টম অবস্থানে আছেন ‘ম্যাট্রিক্স’ খ্যাত কানাডীয় অভিনেতা কিয়ানু রিভস। ‘অপরাধী’ খ্যাত গায়ক আরমান আলিফ আছেন তালিকার ৯ নম্বরে। শীর্ষ দশে সব শেষে এসেছে বাংলাদেশ সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. দীপু মনির নাম।

আরএম-০৯/১৩/১২ (বিনোদন ডেস্ক)