চার ছবির ছাড়পত্র মিললো এক সপ্তাহে

চার ছবির

ঢাকাই চলচ্চিত্রে নেই সেই আগের জৌলুস। নেই আশা জাগানিয়া ছবি। বছরের পর বছর চলছে হতাশার কাব্য রচনা করে। গেল বছরে প্রায় অর্ধশত সিনেমা মুক্তি পেলেও বিনিয়োগকৃত অর্থ ফেরত পেয়েছে মাত্র একটি সিনেমা। চলতি বছরের প্রথম সপ্তাহে মুক্তি পায়নি কোনো ছবি। পরের সপ্তাহে ১০ জানুয়ারি ‘জয়নগরের জমিদার’ নামের একটি ছবি মুক্তি পেলেও দর্শক টানতে ব্যর্থ হয়েছে। তবে গতকাল দেশের ১৮টি হলে মুক্তি পেয়েছে ‘কাঠবিড়ালী’। ছবিটি মুক্তির পর থেকেই প্রশংসা কুড়াচ্ছে।

এটা যেমন চলচ্চিত্রের জন্য সুখবর, তেমনি আরো একটি সুখবর গেল সপ্তাহে চারটি ছবি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবি চারটি হচ্ছে- ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’, ‘নীল মুকুট’, ‘দ্য গ্রেভ’ ও ‘গণ্ডি’। একই সপ্তাহে চারটি ছবি সেন্সর পাওয়ায় চলচ্চিত্রাঙ্গনে অনেকটাই স্বস্তির বাতাস বইছে। জানা গেছে এই চার ছবির তিনটিই আনকাট সেন্সর পেয়েছে।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির মাধ্যমে আবারো পর্দায় দেখা যাবে অপু বিশ্বাসকে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। গেল ১৪ জানুয়ারি ছবিটি সেন্সর পেয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। বাপ্পী-অপু ছাড়া ছবিতে আরো অভিনয় করছেন সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, চিকন আলী, কাবিলা, শাহীন খান, হারুন কিসিঞ্জার, বরদা মিঠুসহ অনেকে। ছবিটি শিগগিরই মুক্তির মিছিলে যোগ হবে।

কামার আহমাদ সাইমন পরিচালিত ‘নীল মুকুট’ ছবিটি ১৬ জানুয়ারি আনকাট ছাড়পত্র পায়। এ ছবির গল্প ও অভিনয়শিল্পীদের নিয়ে আপাতত কিছুই জানাতে চান না নির্মাতা। তবে তিনি জানান, বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠাতে চান এ ছবিটি। এর আগে শিগগিরই দেশের দর্শকের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান ছবিটি।

গেল ১৫ জানুয়ারি সেন্সর পেয়েছে অভিনেতা-নির্মাতা গাজী রাকায়েত পরিচালিত ছবি ‘গোর’। সরকারি অনুদানের এ ছবিটি ইংরেজি ও বাংলা ভাষায় নির্মিত হয়েছে। ইংরেজি নাম ‘দ্য গ্রেভ’। ছবিটি নির্মাতা গাজী রাকায়েত ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী হামিদ, দিলারা জামান, সুষমা সরকার, আশিউল ইসলাম, এ কে আজাদ সেতু, দীপান্বিতাসহ অনেকে। এপ্রিল বা মে মাসে দিকে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

গেল সপ্তাহেই সেন্সর ছাড়পত্র মিলেছে ফাখরুল আরেফিন খান পরিচালিত ‘গণ্ডি’। বৃহস্পতিবার আনকাট সেন্সর ছাড়পত্র পায় ছবিটি। রোমান্টিক কমেডি ঘরানার ‘গণ্ডি’ চলচ্চিত্রের কাহিনী এগিয়ে যাবে মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষের বন্ধুত্বের গল্প নিয়ে। চরিত্রগুলোতো অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফা। গড়াই ফিল্মস প্রযোজিত এ ছবিটিতে আরো অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জিসহ আরো অনেকে। সবকিছু ছিকঠাক থাকলে ৭ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর বাইরেও চলতি বছরে চলচ্চিত্রের হতাশার কালো মেঘ কেটে যেতে পারে বলে ধারণা অনেকের। কারণ এ বছরে বেশ কিছু ভালো গল্প ও বড় বাজেটের ছবি রয়েছে মুক্তির মিছিলে।  ছবিগুলোর মধ্যে রয়েছে- ‘মন দেব মন নেব, জ্বীন, পাপপুণ্য, বীর, পরান, ইত্তেফাক, শান, মিশন এক্সট্রিম, শাহেনশাহ, বিশ্বসুন্দরী, বিক্ষোভ, অপারেশন সুন্দরবন, ক্যাসিনো,  ক্রিমিনাল, আগামীকাল, ওস্তাদ, মেকআপ’।

আরএম-০৯/১৮/০১ (বিনোদন ডেস্ক)