বলিউডে বিতর্কে ‘পদ্মশ্রী’ পদক

বলিউডে

ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পুরস্কার। বলিউড থেকে এ বছর পুরস্কারটি পাচ্ছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত, পরিচালক ও প্রযোজক করণ জোহার, একতা কাপুর এবং গায়ক আদনান সামি।

এই তালিকা প্রকাশ হতেই ঠাট্টা-বিদ্রুপে ভরে গেছে সোশ্যাল মিডিয়া। প্রশ্ন ও বিতর্ক উঠেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সেলফি তুললেই নাকি মিলছে ‘পদ্মশ্রী’ পুরস্কার।

করণ, কঙ্গনা এবং একতা নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ- এ কথা প্রচলিত বলিউডে। সে কারণে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মানে তাদের ভূষিত করা নিয়ে প্রশ্ন উঠেছে।

মোদির দরবারে করণ, কঙ্গনা ও একতাকে একাধিক বার দেখা গেছে। কেন্দ্রীয় সরকারের সমালোচনায় এই তারকারা কোনো দিনও মুখ খোলেন না। বরং সরকারের পক্ষেই বরাবর বক্তব্য দেন।

মোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মতে, মোদি সরকারের গুণগান করার ফলেই করণ, কঙ্গনা ও একতাকে দেয়া হচ্ছে ‘পদ্মশ্রী’ সম্মান।

এদিকে পাকিস্তানি বংশোদ্ভূত বলিউড গায়ক আদনান সামি ভারতীয় নাগরিকত্ব নিয়েছেন। তার উপর তিনি সোশ্যাল মিডিয়ায় ফলাও করে বিজেপি সরকারের গুণগান করে থাকেন। সেই মাপকাঠিতে কি তিনিও সম্মানিত? এমন প্রশ্নও উঠেছে।

আরএম-০৭/২৮/০১ (বিনোদন ডেস্ক)