সবাই যখন ভালোবাসায় নিমজ্জিত আমি তখন একা

সবাই যখন

একটা সময় এই দিনটির প্রতি আমার খুব একটা আগ্রহ ছিল না। অন্যসব দিনগুলোর মতোই দিনটি পালন করতাম। কিন্তু অবন্তীর (শাম্মা রুশাফি অবন্তী) সঙ্গে পরিচয় হওয়ার পর আমার কাছে ভালোবাসা দিবসের গুরুত্ব ফিরে পায়। অবন্তীর সঙ্গে আমার বেশ কয়েক বছরের সম্পর্ক।

ওর সঙ্গে পরিচয়ের পর, প্রতিটি ভালোবাসা দিবস আমরা একসঙ্গে মজা করে কাটিয়েছি। তবে একটি বছর হয়েছে ঠিক এর উল্টো। সম্ভবত, ২০১৬ সালে হবে।

পড়াশোনার জন্য তখন আমি দেশের বাইরে ছিলাম। প্রবাস জীবন কেমন? এটা তারাই ভালো বলতে পারবেন, যারা প্রবাসে থাকেন। বিশেষ করে একা। ওই বছর ভ্যালেন্টাইন ডে’তে নিজেকে বড় একা মনে হয়েছিল। আপনজনের অভাবটা হারে হারে টের পেয়েছি।

সারা বিশ্বে সবাই যখন ভালোবাসায় নিমজ্জিত আমি তখন একা। যদিও সবার সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলাম। কিন্তু আপনজনদের পাশে থাকার অভাবটা কি আর পূরণ হয়। সেদিনের স্মৃতি মনে পড়লে এখনও খুব কষ্ট লাগে।

দেশে ফেরার পর, আজকের এই দিনটি কখনো মিস করিনি। ভালোবাসা দিবস ঘিরে (সারপ্রাইজ হিসেবে) নানা আয়োজন রাখতাম। আর এই আয়োজনের পরিকল্পনা করতাম কয়েক দিন আগে থেকেই।

(অভিনেতা সিয়াম আহমেদ স্ট্যাটাস থেকে)

আরএম-১৬/১৪/০২ (বিনোদন ডেস্ক)