কনসার্টে কি হারিয়ে কাঁদলেন এলটন জন? (ভিডিও)

নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের মাউন্ট স্মার্ট স্টেডিয়ামে এক কনসার্ট কণ্ঠস্বর হারিয়ে ফেলেছেন বিখ্যাত ব্রিটিশ সঙ্গীতশিল্পী এলটন জন! সেসময় তাকে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে কনসার্টের মাঝপথে এলটন জন আর গান গাইতে পারছিলেন না বলে জানিয়েছে বিবিসি।

দর্শক-শ্রোতাদের উদ্দেশে এলটন জন সেসময় বলেন, সবেমাত্র আমি কণ্ঠস্বর হারিয়ে ফেলেছি। আমি আর গাইতে পারছি না। তিনি আরও বলেন, আমি দুঃখিত, আমাকে চলে যেতে হবে।

সেসময় উপস্থিত দর্শকেরা করতালি দিয়ে এলটনের শারীরিক অসুস্থতার বিষয়টি গ্রহণযোগ্য করে তোলেন। এরপর কয়েকজন সহকারীর সাহায্য নিয়ে মঞ্চ থেকে নেমে যান তিনি।

কনসার্টের মঞ্চে পিয়ানোর সামনে বসে এই কিংবদন্তী শিল্পীকে কাঁদতে ও হতাশায় মাথা নাড়াতে দেখা গেছে।

এর আগে এলটন জানান, তিনি ওয়াকিং নিউমোনিয়ায় ভুগছিলেন।

পরবর্তীতে এই সঙ্গীতশিল্পী নিজের টুইটার ও ইনস্টাগ্রামে কনসার্টে আসা সকলের কাছে ক্ষমা চেয়েছেন।

এসএইচ-১২/১৭/২০ (বিনোদন ডেস্ক)