কলকাতার সিনেমা হলে করোনার প্রভাব, দর্শক শূন্য আসন

কলকাতার

করোনার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের সিনেমাহলগুলোতে। টিকিট বিক্রি কমেছে প্রায় ৫০ শতাংশ।

ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের প্রদর্শনী বিভাগের চেয়ারম্যান রতন সাহা জানান, “সিঙ্গেলস্কিন থিয়েটারগুলো এমনিতেই ধুঁকতে ধুঁকতে চলে। করোনার প্রভাবে তারা এখন ভালো ব্যবসা করতে পারছে না। এমনকী মাল্টিপ্লেক্সের অবস্থাও ভাল নয়। করোনার আতঙ্কে সেখানেও কেউ যাচ্ছে না। তাহলে আর সিনেমা হল খুলে রেখে লাভ কী? তবে এ বিষয়ে রোববার চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”

এদিকে নবীনা সিনেমাহলের মালিক নবীন চৌখানির ভাষ্য, ‘আংরেজি মিডিয়াম’ ছবির ফার্স্ট ডে ফার্স্ট শোয়ে মাত্র ৫০ জন দর্শক ছিলেন। অথচ এই সিনেমাহলে প্রায় ৮০০ মানুষ একসঙ্গে সিনেমা দেখতে পারেন। সেদিক থেকে দেখতে গেলে ৫০ শতাংশ সিটও বুক হয়নি। এর চেয়ে হল বন্ধ করে দেয়া ভালো।

মিনার, বিজলি ও ছবিঘর সিনেমাহলের মালিক সুরঞ্জন পাল জানিয়েছেন, “মানুষ এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন। সেই কারণেই সিনেমাহলে আসছেন না তারা। তার ফলে টিকিট বিক্রি কমেছে।”

প্রিয়া সিনেমাহলের মালিক অরিজিৎ দত্তের বক্তব্যও একই। খবর ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের।
এদিকে করোনার আতঙ্কে স্তব্ধ দিল্লি। ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল-কলেজ ও সিনেমাহল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। বেশিরভাগ অফিস তার কর্মীদের বাড়ি থেকে কাজ করার কথা বলেছে।

আরএম-১২/১৪/০৩ (বিনোদন ডেস্ক)