করোনা নিয়ে নচিকেতার কণ্ঠে কবিতা ভাইরাল (ভিডিওসহ)

করোনা নিয়ে

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে একটি কবিতা লিখেছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা। এর শিরোনাম দেওয়া হয়েছে ‘করোনা’। গতকাল সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এটি আবৃত্তি করে শোনান এই সংগীতশিল্পী নিজেই।

ইতিমধ্যেই নচিকেতার সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এটি শেয়ার হয়েছে ৪৭ হাজারেরও বেশি! আর লাইক পড়েছে ১৪ লাখেরও উপর।

আপাতত ‘করোনা’ কবিতা হিসেবে প্রকাশ হলেও খুব শিগগিরই এটি গান হয়ে উঠবে, এমনটাই আভাস দিয়েছেন ওপার বাংলার এই সংগীতশিল্পী।

কবিতাটি হলো- ‘করোনা নামের মহামারি তুমি যাও, তুমি যাও/ একটা বিনীত অনুরোধ, তোমার ভয়টাকে রেখে যাও/ ওগো ভয়, তোমারই হোক জয়/ তুমি নির্ভীক তরবারি, তুমি নির্মেদ অক্ষয়/ তোমারই হোক জয়/ তোমার জন্য বন্ধ হয়েছে/ সভ্যতা নামে দূষণ/ তোমার জন্য বহুদিন পর, আকাশে হাসছে পূষণ/ তোমার জন্য মানুষ ভুলেছে, পুষে রাখা বিদ্বেষ ভয়/ শুধু ভয় করে দিলো বিবেকহীন এক দেশ।’

কবিতায় নচিকেতা আরও বলেন, ‘কারও মুখই যাচ্ছে না দেখা, আল্লাহ অথবা রাম/ সবার মুখই মাস্কেতে ঢাকা, সবার কপালে ঘাম/ হাতে নাগরিক পুঞ্জির খাতা, কাগজে চায় প্রমাণ/ এখন তারা কোথায়, দিতে পারেন সন্ধান/ মৃত্যুর কোন দেশ তো লাগে না, কাঁটাতার ছিঁড়ে যায়/ নগর থাকলে নাগরিক, সে নগরকে কে বাঁচায়।’

আরএম-০৩/২৪/০৩ (বিনোদন ডেস্ক)