সাহায্য দেওয়ার সময়ও সতর্ক সানী-মৌসুমী

সাহায্য দেওয়ার

বিশ্বজুড়ে করোনাভাইরাসের আতঙ্ক। স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে। এতে করে স্বল্প আয়ের মানুষ গুলো পড়েছে বিপদে। সামাজিক সংগঠন ও ব্যাক্তি উদ্যেগে এসব মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে। মৌসুমী ফ্যান ক্লাব ও ওমর সানী ফ্যান ক্লাব থেকেও বিতরণ করা হচ্ছে খাবারসহ প্রয়োজনীয় পণ্য। তবে একইসঙ্গে বাড়তি সতর্কতা পালন করছেন তারকা জুটি সানী-মৌসুমী।

আজ শুক্রবার ঢাকার বিভিন্ন স্থানে অসহায় কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছে মৌসুমী ফ্যান ক্লাব। সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তবে সেখানে উপস্থিত ছিলেন না মৌসুমী। আগামী রোববার ওমর সানী ফ্যান ক্লাব থেকে গুলশান এলাকায় খাদ্যদ্রব্য বিতরণ করা হবে। সেখানে ওমর সানীর উপস্থিত থাকার কথা রয়েছে।

এ বিষয়ে মৌসুমী বলেন, ‘এখন নিজেকে সুরক্ষা রাখতে হবে। সরকারের দেওয়া নিয়ম মেনে চলতে হবে। আবার পাশের অসহায় মানুষটির পাশেও দাঁড়াতে হবে। তবে সতর্ক থাকতে হবে, যেন এতে করে আবার ভাইরাস না ছড়িয়ে পড়ে। যে কারনে আমি নিজের হাতে সাহায্য দেই নি। এমন হলো যে আমাকে দেখে শুধু শুধু দশজন মানুষ ভিড় করল।’

ওমর সানী বলেন, ‘এই অসহায় মানুষেরা করোনাভাইরাস বুঝতে চায় না, চায় শুধু প্রতিদিনের খাবারের নিশ্চয়তা। তাইতো কাজের জন্য বের হয়, কেউ কিছু দিলে অনেকেই হুড়োহুড়ি করে। যে কারণে আলাদা করে লাইনে দাঁড় করানো সম্ভব হয়না। তাই আমি বলব যারা এসব ত্রাণ দিতে চান, আপনারা প্রশাসনের সাহায্য নিন। এতে করে তারাই দূরত্ব বজায় রেখে সবাইকে দাঁড় করিয়ে দেবে। শান্তিপূর্ণভাবে সবাইকে সাহায্য করা যাবে। এতে করে অন্তত করোনাভাইরাস ছড়াবে না।’

সানী আরো বলেন, ‘অনেকেই কাজ করছেন, আবার ফেসবুকে ছবি দিচ্ছেন। এতে করে আবার অনেকেই সমালোচনার মুখে পড়ছেন। তার পরও আমি বলব আপনারা কাজ করে যান। নিজের প্রচারনার জন্য হলেও অসচ্ছল মানুষ গুলোর পাশে দাঁড়ান। এতে করে একটি মানুষতো খাবার পেল। তবে অনুরোধ করব, আমরা সতর্ক থেকে কাজটি করেন। যেন এতে করে ভাইরাস ছড়াবে না।’

আরএম-১৪/২৭/০৩ (বিনোদন ডেস্ক)