একইদিনে সাংহাইয়ে খুলছে ২০০টির বেশি সিনেমা হল

একইদিনে

পুরো বিশ্ব করোনাভাইরাসের সঙ্গে লড়াই করলেও স্বাভাবিক হতে শুরু করেছে চীনের জীবনযাত্রা। এমন অবস্থায় দুই মাস বন্ধ থাকার পর চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ে চালু হতে যাচ্ছে ২০০টির বেশি সিনেমা হল। শনিবার থেকে হলগুলো চালু হচ্ছে বলে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ সংবাদ জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে হলিউড রিপোর্টার।

জানা গেছে, গত সপ্তাহ থেকেই সীমিত আকারে চালু হতে শুরু হয়েছে চীনের সিনেমা হলগুলো। সবমিলিয়ে শনিবার সাংহাইয়েই হলগুলো চালুর পর পুরো চীনে প্রায় ৭০০ থেকে ৮০০টি হল খুলে যাবে।

এ বিষয়ে আরো জানা গেছে, হলগুলো চালুু হলেও সুনির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে চীন সরকার। সেখানে বলা হয়েছে, শো টাইমের আগে অবশ্যই দর্শকদের শরীরের তাপমাত্রা মাপতে হবে এবং হলে মাস্ক পরতে হবে।

এছাড়া চীনের সরকার ও স্থানীয় উদ্যোগ নিয়েছে আপাতত তারা পুরনো কিছু ব্লকবাস্টার ছবি প্রদর্শন করবে। এর বাইরে শিগগিরই নতুন সিনেমা মুক্তির ব্যবস্থা করবে।

আরএম-১২/২৮/০৩ (বিনোদন ডেস্ক)