মানুষকে সচেতন করতে কুদ্দুস বয়াতির গান (ভিডিওসহ)

করোনাভাইরাস থেকে মানুষকে সচেতন করতে নতুন গান নিয়ে হাজির হলেন লোকগানের জনপ্রিয় শিল্পী কুদ্দুস বয়াতি। তার গানের শিরোনাম ‘জাইনা চলেন, মাইনা চলেন’।

জাইনা চলেন, মাইনা চলেন, বুইঝা চলেন রে, সবাই মাইনা চললে করোনা থাকবে যে দূরে, সাবান পানি দিয়ে দুই হাত ধোবেন নিয়মিত। এমনি কথার গানটি গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন। এর ভিডিওটি নির্মাণ করেছেন মাহিন আওলাদ।

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে সতর্ক হওয়ার জন্য গানে গানে দেশবাসীকে বেশ কিছু বার্তা দিয়েছেন কদ্দুস বয়াতি। তার সঙ্গে গানটির শেষ অংশে ভয়েস ওভার দিয়েছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।

গানটি ফেসবুকে প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ভিডিও পরিবেশনায় ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার পাশাপাশি হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলার কথা ‘জাইনা চলেন, মাইনা চলেন’ গানে তুলে ধরা হয়েছে।

https://www.facebook.com/BRACWorld/videos/1059939964378990