করোনা প্রতিরোধে নতুন কথায় ‘বুকটা ফাইট্টা যায়’

করোনা ভাইরাস সচেতনতা নিয়ে অনেকভাবে সচেতনতার বার্তা দিচ্ছেন তারকারা। এবার সংগীতশিল্পী মমতাজ এমনই এক সংবাদের শিরোনামে এলেন। নতুন করে তিনি গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’ গানটি। সুর একই থাকলেও কথায় এসেছে পরিবর্তন। নতুন কথায় দেওয়া হয়েছে করোনা ভাইরাস প্রতিরোধের নির্দেশনা। শিল্পীর জনপ্রিয় গানটিকে কাজে লাগিয়ে করোনা প্রতিরোধে সচেতনতা তৈরি করতে এ উদ্যোগটি নিয়েছে ব্র্যাক।

নতুন করে গানের কথাগুলো হচ্ছে—দেশে ফেরত বন্ধু যখন, চোদ্দ দিন বাইরে না গিয়া, সবার ভালোর কথা ভাইবা একলা রয়, ঘরে একলা রয়, মনটা ভইরা যায় ও মনটা ভইরা যায়।

নতুন এ গানে মমতাজ দিয়েছেন নভেল করোনা ভাইরাস প্রতিরোধের ডাক। যাতে প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়া, নিঃশ্বাস-প্রশ্বাস ও হাঁচি-কাশি দেওয়ার নিয়মগুলো সুরে সুরে তুলে ধরেছেন। গানটি গতকাল প্রকাশিত হয়েছে।

কোভিড-১৯ মোকাবেলায় ব্র্যাক পরিচালিত ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রমে এরইমধ্যে যুক্ত হয়েছেন প্রখ্যাত শিল্পী কুদ্দুস বয়াতী। তার গাওয়া একটি গান উন্মুক্ত হওয়ার পরপরই সামাজিক ও গণযোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।