রাজশাহীর ৫০০ পরিবারের পাশে মিম

বৈশ্বিক মহামারিতে রূপ নেয়া প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ২০৪টি দেশে। বাংলাদেশেও শনাক্ত হয়েছে এই ভাইরাস। এর ফলে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। এসব মানুষদের পাশে দঁড়িয়েছেন অনেক তারকাই। সেই তালিকায় এবার যুক্ত হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের নাম।

জানা গেছে, এ অভিনেত্রী গোপনেই রাজশাহীর ৫০০ পরিবারের দ্বায়িত্ব নিয়েছেন। তার মামার মাধ্যমে নিয়মিত তাদের নগদ টাকা, খাবার দিচ্ছেন। তবে তা প্রচারণায় আনেনি মিম।

মিম জানান, গত ১৮ মার্চ থেকে বাসায় থাকছেন তিনি। ড্রাইভার, বুয়াসহ অন্য কাজের লোকদেরও ছুটি দিয়েছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দরকার পড়লে ড্রাইভারকে দিয়ে আনিয়ে নেন। ড্রাইভারের বাসা পাশেই। তবে বাসার নিচে দিয়ে যাচ্ছেন, সেখান থেকে সংগ্রহ করছেন তিনি।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মিম অভিনীত ‘পরাণ’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা ইয়াশ রোহান ও শরিফুল রাজ। ছবিটি নির্মাণ করছেন রায়হান রাফি। একই নির্মাতার ‘ইত্তেফাক’ নামের আরো একটি ছবি নিয়ে বড়পর্দায় হাজির হবেন মিম। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন সিয়াম আহমেদ।