করোনা পরিস্থিতির কারণে অন্য সবার মতো অলস সময় পার করছেন তারকারাও। যদিও এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তাই পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে অনেকেই পুরোদমে কাজে নেমে পড়েছেন।
তবে অলস সময় শেষ হচ্ছে না টলিউড জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণার। উৎসবের মৌসুমের পর এবার ফের প্রকাশ্যে এলো টলিউডের এই প্রথম সারির অভিনেত্রীর ছবি।
দীপাবলির আগেই এবার হাসিখুশি মুখে সামনে এলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তা। যেখানে নিজের প্রিয় পোষ্যর সঙ্গে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। চোখে কাজল টেনে, কপাল টিপ পরে সুন্দর করে সেজে ফের নয়া রূপে ধরা দিলেন ঋতুপর্ণা।
পোষ্য ডগির সঙ্গে হাসি মুখে পোজ দিতে দেখা যায় ঋতুপর্ণাকে। সে তার প্রিয় পোষ্যর সঙ্গে খেলা করছেন, অবসর সময় কাটাচ্ছেন। বর্তমানে তিনি সিঙ্গাপুরে পরিবারের সঙ্গে আছেন। সেখানেই পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায় ঋতুপর্ণাকে।
আরএম-০৮/১২/১১ (বিনোদন ডেস্ক)