দর্শকের মনে দাগ কাটে এমন সিনেমা করতে চাই : কেয়া পায়েল

কেয়া পায়েল। নির্মাতাদের কাছে নির্ভরযোগ্য একজন তরুণ অভিনেত্রীর নাম। টিভি পর্দায় কিংবা ইউটিউবে তার অভিনীত নাটক কিংবা মিউজিক ভিডিও যারা দেখেছেন তারা তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন। ‘ইন্দুবালা’ নামের একটি সিনেমাতেও কাজ করে বড় পর্দায় অভিষেক হয়েছে তার।

সময়ের ব্যস্ত এই অভিনেত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বললেন সমসাময়িক বিষয় ও তা ভাবনা নিয়ে-

প্রশ্ন : বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

কেয়া পায়েল : এখন একক নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটছে। সম্প্রতি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত একটি একক নাটকে অভিনয় করলাম। এতে আমার বিপরীতে অভিনয় করছেন মুশফিক আর ফারহান। পাশাপাশি ভালবাসা দিবসের নাটকের গল্প নিয়ে কথা হচ্ছে। বেশ কিছু নাটকে কাজ করা হতে পারে।

প্রশ্ন : শোবিজের এই পথচলায় পরিবারের সহযোগিতা কেমন পাচ্ছেন?

কেয়া পায়েল : আমার পরিবার খুবই রেস্ট্রিক্টেড। আমাকে সব সময় চোখে চোখে রাখে। বাবা তো প্রথম দিকে একদমই চাইতেন না আমি মিডিয়া কারি। এখন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছেন। সবাই বুঝতে পারছেন এখানেও ভালো ক্যারিয়ার করা যায়। ভালোভাবে কাজের সুযোগ আছে। আমার কাজ নিয়মিত দেখেন আম্মা। তিনি প্রশংসা করেন, ভুলগুলোও ধরিয়ে দেন।

প্রশ্ন : বাবা কি চান? মেয়ে বিয়ে থা করে সংসার করুক….

কেয়া পায়েল : ঠিক তা নয়। আসলে শোবিজে কাজ করা নিয়ে অনেকেরই তো এলার্জি থাকে। বাবারও তাই। তার মনে হয় এখানে পরিবেশটা ভালো নয়। আমি তার মনের ভুল ভাঙানোর চেষ্টা করছি। বিয়ে নিয়ে এখনই ভাবনা নেই।

প্রশ্ন : প্রেম করছেন?

কেয়া পায়েল : হা হা হা….! জানতাম এই প্রশ্নটা আসবে এখন। না, প্রেম করছি না। সিঙ্গেল জীবনটাই তো মজার। বন্ধু, পরিবার নিয়ে মাস্তিতে কাটানো যায়।

প্রশ্ন : অনেক কাজ করছেন। প্রচুর সময় দিতে হচ্ছে এখানে। পড়াশোনার ক্ষতি হচ্ছে না?

কেয়া পায়েল : বর্তমানে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে আইন বিষয়ে অধ্যয়নরত আছি। প্রায় শেষের পথে। পড়াশোনাটা তো আগে। কাজের ফাঁকেই সময় করে নিচ্ছি।

প্রশ্ন : ‘ইন্দুবালা’র পর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় নিয়ে কিছু ভেবেছেন?

কেয়া পায়েল : ‘ইন্দুবালা’ সিনেমায় অভিনয় করেছিলাম এর গল্পটা অসম্ভব ভালো লেগেছিল বলে। ছবিতে কাজের অভিজ্ঞতাও ছিল অন্যরকম। চরিত্র ব্যতিক্রম বলে অভিনয়ে নিজেকে মেলে ধরার সুযোগ ছিল। এ ধরনের ছবিতে অভিনয়ের সুযোগ পেলে কাজ করতে চাই।

ওই ছবিটির পর বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছি। কাজ করব কিনা এখনো সিন্ধান্ত নেয়া হয়নি। একটু সময় নিচ্ছি। প্রথম সিনেমাতে অভিনয় করেছিলাম তখন ঠিক সেভাবে বুঝতাম না। আমার মনে হয় চলচ্চিত্রে কাজ করলে ঠিকঠাকভাবে করা উচিত। শতভাগ মনযোগী হয়ে। দর্শকের মনে দাগ কাটে এমন কাজ করা উচিত।

প্রশ্ন : শোবিজে আপনার ভবিষ্যত পরিকল্পনা জানতে চাই….

কেয়া পায়েল : অভিনয় করতে এসেছি, সেটা চালিয়ে যেতে চাই। এখনো অনেক কিছু শেখার বাকি। সিনিয়রদের কাছ থেকে শিখি। ভালো কাজ দেখে শিখি। নিজেকে পরিণত করতে চাই। যেন অভিনয় দিয়ে মানুষের মনে স্থান করে নিতে পারি।

আমি চাই মানুষ একসময় বলুক যে পায়েল নামে একটি মেয়ে ছিল ভালো অভিনয় করত। যেটা আজ আমরা নব্বই দশকের অভিনেত্রীদের নিয়ে বলি।

আরএম-১২/১৫/১১ (বিনোদন ডেস্ক, তথ্যসূত্র: জাগোনিউজ)