চলতি মাসে বলিউডের তিন খান সিনেমা মুক্তির আগেই চমক দেখিয়ে চলেছেন। প্রথমে জানা গিয়েছিল, বলিউডের কিং খান শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় দেখা মিলবে বলিউড ভাইজান সালমান খানের। এরপর খবর, আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমার শুটিং সারতে দুবাই থেকে উড়ে এসেছেন বলিউড বাদশাহ।
এবার বলিউড পাড়ায় জোর গুঞ্জন, সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমায় দেখা মিলবে শাহরুখ খানের। এক সূত্রের বরাতে বলিউড হাঙ্গামার খবর, শাহরুখের ‘পাঠান’ সিনেমায় ‘টাইগার’রূপে দেখা মিলবে সালমানের। আর তাঁর প্রতিদানস্বরূপ সালমানের ‘টাইগার থ্রি’ সিনেমায় ‘পাঠান’ চরিত্রে হাজির হতে পারেন কিং খান, যা বলিউড ও বক্স অফিসে বড়সড় প্রভাব ফেলতে পারে।
এর আগে শাহরুখের ‘জিরো’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘ওম শান্তি ওম’ সিনেমায় হাজির হয়েছিলেন সালমান। আর বন্ধু সালমানের জন্য শাহরুখ সালমানের ‘হার দিল জো প্যায়ার কারেগা’ ও ‘টিউবলাইট’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। তবে এবারই প্রথম আমির খানের সিনেমায় দেখা মিলবে শাহরুখের।
আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও বলিউড হাঙ্গামার খবর, প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস ৫০ বছর পূর্তিতে ‘পাঠান’ সিনেমার ঘোষণা দেবে। আর এই সিনেমার মাধ্যমে ৮৭০ দিন পর নভেম্বরের শেষে শুটিংয়ে ফিরবেন বলিউড বাদশাহ শাহরুখ। সিদ্ধার্থ আনন্দের এই সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। এ ছাড়া সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম। শাহরুখের সিনেমার শুটিং করে নিজের টাইগার সিরিজের ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন সালমান খান। সিনেমা দুটিই প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।
২০২১ সালের দীপাবলিতে মুক্তি পেতে পারে শাহরুখের নতুন এই সিনেমা। নভেম্বরের শেষের দিকে মুম্বাইয়ে একা সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন শাহরুখ। আর দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম সিনেমাটির শুটিংয়ে যুক্ত হবেন আগামী বছরের শুরুতে।
আরএম-০৬/১৬/১১ (বিনোদন ডেস্ক)