আপনি এক অনুপ্রেরণার নাম: শাকিব খান

বাংলাদেশের সংগীত শিল্পের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লার আজ ৬৮তম জন্মদিন। বিশেষ এই দিনটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্তরা।

এরই ধারাবাহিকতায় উপমহাদেশের প্রখ্যাত এই সংগীতশিল্পীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড কিং শাকিব খান।

তিনি লিখেছেন- “গানে গানে উপমহাদেশের মানুষের হৃদয় জয় করে নেওয়া শিল্পীর নাম রুনা লায়লা। শুধু বাংলা ভাষায় নয়, বিশ্বের ১৮টি ভাষার গানে আপনার মোহনীয় কণ্ঠের জাদুতে আজও মুগ্ধ করে যাচ্ছেন। আপনি অসম্ভব এক অনুপ্রেরণার নাম, পাশাপাশি বিস্ময়ের! সত্যি আমরা খুবই ভাগ্যবান যে, আমাদের সংগীতে একজন রুনা লায়লা আছেন। পুরো বাংলা সংগীতের অহংকার আপনি। গর্ব করে আমরা বলতে পারি আমাদের ‘দ্য রুনা লায়লা’ আছেন। আপনার গানের একজন নিয়মিত শ্রোতা-ভক্ত আমি। আপনার সঙ্গে যতবারই দেখা হয়েছে, ততোবারই আপনি আমাকে পরম স্নেহ দিয়েছেন। আপনার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। আপনাকে নিয়ে বলতে বললে হয়তো শেষ করা যাবে না। আজ বিশেষ দিন। হে কিংবদন্তি, আজ আপনার পৃথিবীতে আগমনের দিন।”

আরএম-০৭/১৭/১১ (বিনোদন ডেস্ক)