শাহরুখ-অক্ষয়কে ছাপিয়ে সোনু সুদ

করোনাকালের শুরু থেকেই জনপ্রিয়তার শীর্ষে বলিউড তারকা সোনু সুদ। লকডাউনের সময়টিতে গরীব-দুঃখীদের ভরসার অন্যতম নাম হয়ে উঠেছিলেন তিনি। যার কারণে সবার মনেই এখন রাজ করছেন এই তারকা!

তারই প্রেক্ষিতে এবার তার প্রাপ্তির তালিকায় যুক্ত হলো আরো একটি অর্জন। বলিউডের দুই সুপারস্টার শাহরুখ ও অক্ষয়কে ছাপিয়ে চলতি বছর সোশ্যাল হ্যান্ডেল টুইটারে সর্বাধিক অনুসারী এখন সোনু সুদের!

স্পটবয়ের রিপোর্ট বলছে, সোশ্যাল মিডিয়া অ্যানালেটিক্স সংস্থা সম্প্রতি তাদের অক্টোবরের বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ করেছে। সেই অনুযায়ি সোনু সুদ সব বিভাগের মধ্যে চার নম্বর অবস্থানে রয়েছেন। সংস্থাটি বলিউড তারকাদের পাশাপাশি রাজনীতিবিদ, খেলোয়াড়, সাংবাদিক, ব্যবসায়ী, লেখক, শেফ, কমেডিয়ান-সহ সমাজের নানা স্তরের বিশিষ্টদের মধ্যে এই সমীক্ষাটি চালিয়ে থাকে।

সব বিভাগের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন শীর্ষে, তারপরেই অবস্থান রাহুল গান্ধীর, এরপর বিরাট কোহলি এবং চার নম্বরে অবস্থান সোনু সুদের। বলিউড তারকাদের ভেতর তার স্থানই প্রথম!

এদিকে সমীক্ষা অনুযায়ি, টুইটে সোনু সুদের অনুসারীর সংখ্যা প্রায় ২৪ লাখ ছাড়িয়ে। যেখানে শাহরুখ খানের অনুসারী মাত্র সাত লাখ ৩০ হাজার এবং অক্ষয় কুমারের ৬ লাখ ৭২ হাজার!

আরএম-১০/২৪/১১ (বিনোদন ডেস্ক)