বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার আশঙ্কায় বিশ্ব। সাধারণ মানুষের পাশাপাশি একের পর এক শিল্পীকে আক্রান্ত হওয়ার শোনা যাচ্ছে।
এবার জানা গেলো নায়করাজ রাজ্জাকের রাজ্জাকের দুই পূত্র বাপ্পারাজ ও সম্রাট পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন।মঙ্গলবার খবরটি নিশ্চিত করেছেন সম্রাট।
তিনি বলেন, পরিবারের সবাই করোনায় হলেও আল্লাহর রহমতে আমাদের মা সুস্থ আছেন। কোভিড ১৯ এর কিছু লক্ষণ দেখার পর গেলো ১৯ নভেম্বর স্ত্রী-সন্তানসহ পুরো পরিবারের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে তারা সবাই শারীরিকভাবে সুস্থ আছেন।
চিকিৎসকের পরামর্শে বাসাতেই আইসোলেশনে রয়েছেন তারা। তাদের মাকে আপাতত ক্যান্টনমেন্টে তার বোনের বাসায় রাখা হয়েছে। বলছিলেন সম্রাট।
আরএম-১২/২৪/১১ (বিনোদন ডেস্ক)