ভালোবাসার মানুষকে মেনে না নেওয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেন তরুণ অভিনেত্রী লরেন মেন্ডেস। ৩০ আগস্ট রাজধানীর কালাচাঁদপুরের বাসায় গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মঘাতী হন তিনি।
তারই কিছুদিন আগে এই তরুণ অভিনেত্রী শেষ করেন একটি স্বল্পদৈর্ঘ্যের শুটিং। মুহতাসিম তকির পরিচালনায় এর নাম ‘গল্পটা এমনই ভালো’। লরেনকে উৎসর্গ করে এবার সেই ছবিটি উন্মুক্ত হতে যাচ্ছে অন্তর্জালে।
এটি রচনা ও চিত্রনাট্য করেছেন জাহিদ প্রীতম। কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট, বৃক্ষ ফিল্মস ও ভি ক্রিয়েশনের ব্যানারে নির্মিত এই ছোট দৈর্ঘ্যের ছবিতে লরেন মেন্ডেস ছাড়াও অভিনয় করেছেন ইমরান সওদাগর, আদনান চৌধুরী, সালাম খান ও রাফি।
‘গল্পটা এমনই ভালো’ প্রসঙ্গে নির্মাতা মুহতাসিম তকি বলেন, ‘আসলে লরেন মেন্ডেসের আকস্মিক মৃত্যু আমাদের থমকে দিয়েছিল। এই কাজের স্মৃতিটা মনে জ্বলজ্বল করছিল। লরেন কাজটা নিয়ে দারুণ উৎসাহী ছিল। সেই কাজটি এবার মুক্তি পাচ্ছে। লরেন যেখানে থাকুক, ভালো থাকুক।’
ক্রিসমাসকে সামনে রেখে আসছে ৪ ডিসেম্বর ‘গল্পটা এমনই ভালো’ বৃক্ষ ফিল্মস-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে। এর আগে প্রকাশ পাচ্ছে ছবিটির একটি গান। যা বিশ্বের ১০০টিরও বেশি মিউজিক প্ল্যাটফর্মে উন্মুক্ত হবে। জানান নির্মাতা তকি।
‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’- এয়ারটেলের এই বিজ্ঞাপন দিয়ে আলোচনায় আসা লরেন গেল দুই বছরে কয়েকটি মিউজিক ভিডিও, নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন।
আরএম-০৯/২৬/১১ (বিনোদন ডেস্ক)