শরীর ঠিক রাখতে প্রত্যেক মানুষেরই প্রয়োজন শারীরিক কসরত বা ব্যায়াম করা। সে মানুষটি যদি হন শোবিজ তারকা তাহলে তো কথাই নেই। শরীর ঠিক রাখতে শোবিজ তারকাদের জিমের বিকল্প নেই। ভাবছেন, পূজা চেরিকে নিয়ে লেখায় শরীরচর্চা নিয়ে এই ভূমিকা টানা কেন? কারণ, কিছুদিন আগে পূজা চেরি তার ফেসবুক পেজে ব্যায়ামের একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে পূজার শারীরিক কসরত দেখে অবাক অনেকেই। পূজার সঙ্গে কথা বলার শুরুটা সেই ভিডিও নিয়েই। করোনার এ সময়টা পড়ালেখা আর নিজেকে গঠন করতেই ব্যয় করেছেন বলে জানালেন।
খাবারদাবারের বিষয়ে তার বিশেষ কোনো পছন্দ নেই। তবে ওজন বেড়ে যাওয়ার ব্যাপারে পূজার ভয় ছিল বেশ। পূজা বলেন, ‘আমি খেতে খুব পছন্দ করি না। ভারি খাবার তো একদমই না। দীর্ঘদিন ভাত না খেয়েই থেকেছি। পাশাপাশি করোনার এ সময়টাতে শুটিং না থাকায় নিয়মিত ব্যায়াম করছি। তার একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে পোস্ট করেছিলাম।’ পূজা চেরি এখন আর সেই ছোট্টটি নেই। বড় হয়েছেন। চলচ্চিত্রের শিশুশিল্পী থেকে পুরোদস্তুর হয়ে উঠেছেন চিত্রনায়িকা। নায়িকা হিসেবে অভিষেকের পর থেকেই একের পর এক আলোচনায় তিনি। সেই ছোট পূজার অভিনয়ের সঙ্গে যারা পরিচিত, নায়িকা পূজার অভিনয়ে তারাও হচ্ছেন মুগ্ধ। একজন নায়িকা হওয়ার সব গুণই পাওয়া যাবে তার মধ্যে।
দোহারা গড়ন, ডাগর ডাগর চোখ, লম্বা হাত-পা; সবই যেন বলে দেয়, ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি দীর্ঘদিন পর পারফেক্ট নায়িকাই পেয়েছে। পূজার হাতে এখন রয়েছে ‘জীন’ ছবিটি। নাদের চৌধুরী পরিচালিত এ ছবিটিতে পূজার নায়ক টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা সজল। শুটিং শেষ হলেও করোনা পরিস্থিতির কারণে আটকে আছে ছবিটির মুক্তি। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়ে করোনায় হল খুললেও হয়তো জীন মুক্তির সম্ভাবনা কম। তবে যদি দর্শক সমাগম আগের মতো হলে দেখা যায় তাহলে মুক্তির তারিখ জানানো হবে।
এদিকে অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ নামের আরও একটি ছবির শুটিং শেষের পথে পূজার। মজার বিষয় হচ্ছে, এর আগে মাহিয়া মাহি, পরীমনি, আঁচল, বুবলিকে দর্শকরা আইটেম গানের নাচে দেখলেও পূজাকে প্রথমবার ‘সাইকো’ সিনেমায় দেখতে পাবেন। পূজা চেরি বলেন, ‘এ সিনেমায় বেশকিছু চমক রয়েছে। ছবির কাহিনির বাইরে গানগুলোও দর্শকরা বেশ উপভোগ করবেন। আমার বিশ্বাস, দর্শকরা দারুণ উপভোগ করবেন।’
আরও আছে ‘শান’ ছবিটিও। এতে সিয়ামের নায়িকা পূজা। এ ছবিরও শুটিং প্রায় শেষ। তবে মুক্তি কবে সেটা জানাতে পারছেন না কেউ। এদিকে ২০১৯-২০ অর্থবছরে চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান পাওয়া ‘হূদিতা’ ছবিতেও নায়িকা হিসেবে থাকছেন পূজা। এতে তার নায়ক এবিএম সুমন। চলতি মাসের শুরুতে ছবিটির দৃশ্যধারণ শুরু হয়েছে। নায়িকানির্ভর ছবি এটি। পূজাকে ছবির নাম ভূমিকায় দেখা যাবে। এ ছবিটি নিয়েই এখন ব্যস্ত পূজা। অন্যদিকে ঢালিউডের এই সর্বকনিষ্ঠ অভিনেত্রী মাসুদ রানার নায়িকা হবারও কথা রয়েছে।
পড়াশোনা আর অভিনয় দুটোই একসঙ্গে চালাতে হচ্ছে। এতে করে হিমশিম খেতে হচ্ছে না? উত্তরে পূজা বলেন, ‘দুটির প্রতি সমান ভালোবাসা থাকলে হিমশিম খাওয়া হয় না।’ তবে পড়াশোনার চেয়ে অভিনয়ের প্রতি ভালোবাসা বেশি পূজার- জানালেন সে কথাও। সেই সঙ্গে জানালেন, পূজা কখনোই নায়িকা হয়ে বেঁচে থাকতে চান না। চান একজন সত্যিকার অভিনেত্রী হয়ে দর্শকের মাঝে বেঁচে থাকতে। পূজা বলেন, ‘সেই ছোটবেলা থেকেই তো শিখছি। আরও শিখতে চাই। প্রতিনিয়ত শেখার মধ্য দিয়েই যাব। দর্শকদের ভালোবাসা আর সমর্থন পেলে আমিও একজন তাদের প্রিয় অভিনেত্রী হয়ে উঠতে পারব বলে আমার বিশ্বাস।’ বেশ অল্প সময়েই ক্যারিয়ারে তুমুল জনপ্রিয়তা পাওয়া নায়িকাদের মধ্যে অন্যতম পূজা। ভালোবাসার রঙ ছবিটিতে শিশুশিল্পী হিসেবে প্রথমবার পর্দায় আসেন। এরপর ‘তবুও ভালোবাসি’, ‘ভালোবাসতে মন লাগে’, ‘বাদশা দ্য ডন’ ছবিতে শিশু হিসেবে অনবদ্য অভিনয় করে দর্শক প্রশংসা কুড়ান। এরপর নায়িকা হয়ে আসেন ‘পোড়ামন ২’ ছবিতে। ফলে বলা যায় সময়ের উচ্ছলতায় ভাসছেন পূজা।
আরএম-১০/২৬/১১ (বিনোদন ডেস্ক, তথ্যসূত্র: সমকাল অনলাইন)