চলতি মাসের শুরুতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছিলেন। এরপর ১১ নভেম্বর সুস্থ হয়ে বাসায় ফেরেন এই অভিনেতা। এরপর বিশ্রামে ছিলেন তিনি।
সেই বিশ্রাম ভেঙে বাড়ি ফেরার ১৬ দিন পর শুটিংয়ে ফিরেছেন অপূর্ব। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর উত্তরায় ‘তোমার হাতটি ধরে’ শিরোনামে একটি নাটকের শুটিং করেছেন তিনি। মুরসালিন শুভর গল্পে এটি পরিচালনা করছেন এস আর মজুমদার। নাটকটিতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন সাবিলা নূর।
এক বিজ্ঞপ্তিতে নির্মাতা জানান, ‘এটি রোমান্টিক কমেডি নাটক। এই সময়ে রোমান্টিক অভিনেতা হিসেবে অপূর্বর বিকল্প নেই। রোমান্টিকতার বাইরে এখানে কমেডিও দেখা যাবে, যেটা দর্শককে বাড়তি আনন্দ দেবে। কমেডি বলতে আবার ভাঁড়ামো কিছু নয়; স্বাভাবিকের মধ্যেই যেটা হাসির খোরাক জন্মাবে মুহূর্তে। অপূর্ব-সাবিলার মাঝখানে হাসির খোরাকের জন্ম দেবে টিয়া পাখি। আশা করছি, দর্শক বেশ উপভোগ করবেন।’
বিশ্রাম শেষে শুটিংয়ে ফেরা প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আলহামদুলিল্লাহ! অবশেষে আমি আমার প্রিয় কর্মস্থলে ফিরেছি। এই সময়ে অনেক অনেক মানুষের সাপোর্ট ও ভালোবাসা পেয়েছি, যা আসলে বলে শেষ করা যাবে না। শারীরিক দিক থেকে একটু দুর্বল লাগলেও কাজে ফিরে সেটা আর অনুভব হচ্ছে না। কাজের বাইরে ও নির্মাতা ব্যক্তিগতভাবে যথেষ্ট স্পেস দিচ্ছেন এবং টেক কেয়ার করছেন। এমন ভালোবাসা কজন পায়! আমি একদমই ঠিক আছি।’
অপূর্ব আরো বলেন, ‘নাটকটি বেশ মজার, রোমান্টিক কমেডি। আমার একটি টিয়া পাখি আছে, যেটার নাম জুলি। পাখিটাকে যখন যেটা বলতে বলি, সে ঠিক তার উল্টোটা করে আমাকে বিপাকে ফেলে। এ রকমই একটি মজার গল্পে কাজটি করেছি।’
অপূর্ব ও সাবিলা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন শামীমা নাজনীন, হিন্দোল রায়, অ্যাথেনা প্রমুখ। সাউন্ডটেকের ব্যানারে নাটকটি শিগগিরই তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।
আরএম-১১/২৮/১১ (বিনোদন ডেস্ক)