মাদ্রিদ চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেত্রীর স্মারক হাতে পেলেন জয়া

রোববার’ ছবিটির মধ্য দিয়ে প্রথমবারের মতো টলিউডের সুপারস্টার প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধেছিলেন জয়া আহসান। ছবিটিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল।

‘রবিবার’ ও ‘বিসর্জন’র জন্য সেরা অভিনেত্রী (সমালোচক) ক্যাটাগরিতে টলিউডে ফিল্মফেয়ার পেয়েছেন জয়া। মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রবিবার’ ছবিটির জন্য সেরা অভিনেত্রীও নির্বাচিত হন তিনি। কয়েকমাস আগে পুরস্কার ঘোষণা করলেও সম্প্রতি পদক হাতে পেয়েছেন জয়া।

বিষয়টি ফেসবুকে জানিয়ে জয়া লিখেছেন, ‘মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে বিদেশি চলচ্চিত্র বিভাগে অভিনয়ের সেরা পুরস্কারটি মাস কয়েক আগেই ঘোষিত হয়েছিল। পুরস্কারটি এসেছিল বাংলাদেশে। ভারত উপমহাদেশের বাইরে কোনো আন্তর্জাতিক স্তর থেকে এই নাকি প্রথম কোনো পুরস্কার বাংলাদেশে এসেছিল।

আমার সামান্য আনন্দ এটুকুই যে পুরস্কারটা এসেছিল ‘রবিবার’ ছবিতে আমার অভিনয়ের সূত্র ধরে। এতদিনে সে পুরস্কারের

স্মারক হাতে এল। অসম্ভব বিনীত বোধ করছি আমি। আর এক বড় দায়িত্বের তৃষ্ণা। ছবির পরিচালক অতনু ঘোষের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। অভিনেতা-অভিনেত্রী আর কলাকুশলীদের আকাশ সমান ভালোবাসা।’

এসএইচ-২০/১৬/২১ (বিনোদন ডেস্ক)