মিম ‘এম আর নাইন’ সিনেমায় থাকছেন না

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে নজরে আসেন তিনি। একইবছর হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মিমকে। একের পর এক নাটক, সিনেমা করে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়।

হলিউড ও বলিউডের যৌথ প্রযোজনায় ‘মাসুদ রানা’ সিরিজের প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে ‘এম আর নাইন’ সিনেমায় নাম লিখিয়েছিলেন মিম। কিন্তু সম্প্রতি এই ছবি থেকে সরে গেছেন তিনি। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন মিম নিজেই। তিনি জানান, হঠাৎ শুটিংয়ের শিডিউল হওয়ায় কাজটি করা তার পক্ষে সম্ভব হয়নি।

তিনি বলেন, “আমি এই সিনেমার জন্য দুবার ডেট দিয়েছিলাম। কিন্তু শুটিং হয়নি। হঠাৎ করে এ মাসেই শুটিং শুরু হয়েছে। কিন্তু এ সময়ে আমার অন্য কাজের জন্য শিডিউল দেয়া। আমি তাদের বলেছিলাম শিডিউল পিছিয়ে দিতে। কিন্তু তারা জানিয়েছে, অনেক কষ্ট করে হলিউডের একজনের শিডিউল পাওয়া গেছে। তাই শুটিং ডেট পরিবর্তন করা সম্ভব নয়। যার কারণে কাজটি করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।”

জানা গেছে, ‘এম আর নাইন’ সিনেমাটি পরিচালনা করছেন মার্কিন বংশোদ্ভূত বাংলাদেশি প্রযোজক ও পরিচালক আসিফ আকবর। ছবিতে এবি এম সুমনের বিপরীতে মিমের কাজ করার কথা ছিল। বর্তমানে মিমের পরিবর্তে সুলতা রাও চরিত্রটিতে অভিনয় করছেন মুম্বাইয়ের অভিনেত্রী সাক্ষী। এখন লাস ভেগাসে ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

এর আগে বলিউড সিনেমা‌ ‌‌‌’খুফিয়া’তে ডাক পেয়েছিলেন মিম। কিন্তু সেই লোভনীয় অফারও নাকচ করে দিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। সম্প্রতি বাংলাদেশে ইউনিসেফের নতুন জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে যোগ দিয়েছেন তিনি। বাংলাদেশে শিশু ও নারীরা যে ধরনের সহিংসতার মুখোমুখি হয় তার বিরুদ্ধে তিনি ইউনিসেফের পক্ষে কথা বলবেন।

এদিকে সিনেমার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন মিম। দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘অন্তর্জাল’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন। এ ছাড়া রায়হান রাফির পরিচালনায় ‘দামাল’ এবং ‘ইত্তেফাক’ নামের আরও দুটি সিনেমায়ও অভিনয় করছেন তিনি।

এসএইচ-০৭/২৪/২২ (বিনোদন ডেস্ক)