সাহস থাকলে সামনে এসে আমার সমালোচনা করুন: জয়া আহসান

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের অজানা গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ‌‌‘ঝরা পালক’ নামের ছবি। এই ছবিতে কবির স্ত্রী লাবণ্যপ্রভার চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। বর্তমানে ছবির প্রচারণায় জয়া ব্যস্ত সময় পার করছেন।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং ও ট্রল নিয়ে নিজের মতামত জানান জয়া। তিনি বলেন, ‘যদি কেউ চেহারা লুকিয়ে মন্তব্য করে তবে সেই মন্তব্যের দাম দিই না আমি। সাহস থাকলে সামনাসামনি এসে আমার সমালোচনা করুক।’

তিনি আরও বলেন, ‘এসব অশালীন মন্তব্য নিয়ে বেশি ভাবি না। এসব আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যারা এসব মন্তব্য করে বেড়ায় তারা নিজেরাই আসলে নিজেদের নেতিবাচক মানসিকতা সবার সামনে প্রকাশ করে ফেলেন।

যে কেউ যে কারো সম্পর্কে যে কোনো কিছু বলতেই পারে। কিন্তু সামনাসামনি বলতে গেলে সাহসের প্রয়োজন। সবার সেই সাহসটা নেই।’

উল্লেখ্য, আগামী ২৪ জুন ‘ঝরা পালক’ ছবিটি মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে। ছবিতে জয়ার বিপরীতে আছেন কলকাতার ব্রাত্য বসু। সিনেমাটি পরিচালনা করেছেন সায়ন্তন মুখার্জি।

এসএইচ-২৫/২১/২২ (বিনোদন ডেস্ক)