ব্রাজিল ভক্ত শাকিব খান এখন আর্জেন্টিনা!

মরুভূমির উত্তাপ বইছে বাংলাদেশেও। ঢাকার হালকা শীতেও সেই উত্তাপ এখনও যারা আঁচ করতে পারেননি, তাঁদের মনে করিয়ে দিতে চাই কাতারে শুরু হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-খ্যাত ফুটবল বিশ্বকাপ।

নিজেরা না খেললেও সমর্থনে পিছিয়ে নেই বাংলাদেশ। নিজের পছন্দের দলের পতাকা আর জার্সির রঙে সাজতে শুরু করেছে পুরো দেশ। সঙ্গে কথার তর্ক তো আছেই। বিশ্বকাপ জ্বর উপভোগে কম যান না সিনেপর্দার তারকারাও।

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানও ফুটবলপ্রেমী। তবে তিনি আসলে কোন দলের সাপোর্টার? আর্জেন্টিনা না কি ব্রাজিল! সেটা নিয়ে দ্বিধার সৃষ্টি হয়েছে?

এই কারণ শাকিব খান নিজেই। ২০১৮ সালে এনটিভি অনলাইনকে শাকিব বলেছেন তিনি আর্জেন্টিনার সমর্থক। সেখানে শাকিবের বক্তব্য ছিল এমন, ‘একসময় নিয়ম করে প্রতিদিন ফুটবল খেলতাম। এখান আর সেই সুযোগ হয় না। মাঠে খেলার সময় নিজেকে ম্যারাডোনা মনে করতাম। তাঁর মতো ফুটবল খেলার চেষ্টা করতাম। তখন থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক।’

অন্যদিকে, ২০১৪ সালে দেশের একটি শীর্ষ ইংরেজি দৈনিকের ফটোশুটে অংশ নিয়ে শাকিব বলেছিলেন তিনি ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। বলছিলেন, ‘নেইমারের খেলা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে।’

এ ছাড়া ২০২১ সালে আর্জেন্টিনা কোপা আমেরিকা জয়ের পর শাকিব তাঁর ফেসবুক পেজে লিখেছিলেন, ‘একটি দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন, যা অর্জন করা ভীষণ প্রয়োজন ছিল। অভিনন্দন আর্জেন্টিনা এবং লিওনেল মেসি; অনেক দিন পর একটি আন্তর্জাতিক গৌরব অর্জন করায়।’

এসএইচ-১১/১৫/২২ (বিনোদন ডেস্ক)