ভিকির নির্মাণে মেহজাবীন আট বছরের শিশু চরিত্রে

ভিকি জাহেদের পরিচালনায় মেহজাবীন চৌধুরী যতবার পর্দায় হাজির হয়েছেন, ততবারই দর্শক চমকিত হয়েছে, মুগ্ধতা খুঁজে পেয়েছে। কখনও ভূত হয়ে ভয় দেখিয়েছেন, কখনও টানটান রহস্যে হৃদস্পন্দন বাড়িয়েছেন মেহু। সেই ধারা অব্যাহত রেখে এবার তারা এক হলেন সত্য ঘটনায়।

টেলিফিল্মটির নাম ‘কাজলের দিনরাত্রি’। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি দুপুর ৩টায় এটি প্রচার হবে দীপ্ত টিভিতে। এজন্য বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে টেলিফিল্মটির ট্রেলার।

এতে মেহজাবীনকে দেখা গেছে শিশুসুলভ কাজল নামের এক চরিত্রে। যার বয়স ২৪ বছর হয়ে গেলেও এখনও মনের দিক থেকে আট বছরের শিশু! কাজলের এমন পরিস্থিতি এবং তার পরিবারকে ঘিরেই আবর্তিত হয়েছে টেলিফিল্মটির গল্প। এতে মেহজাবীনের সঙ্গে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সামিয়া অথৈ।

নাটক প্রসঙ্গে ভিকি বলেন, “একটা সত্য ঘটনা অবলম্বনে গল্পটা সাজানো হয়েছে। তবে কার জীবনের গল্প এটা, তা এখন প্রকাশ করতে চাচ্ছি না। কেন চাচ্ছি না, সেটা টেলিফিল্মটি দেখলেই দর্শক বুঝতে পারবেন। এটুকু আশা করছি, বছরের শুরুটা সুন্দর একটি কাজের মাধ্যমে শুরুতে করতে যাচ্ছেন দর্শক।”

মেহজাবীনকে ব্যতিক্রম চরিত্রে তুলে ধরার প্রসঙ্গে ভিকির ব্যাখ্যা, “তিনি সবসময়ই চান ব্যতিক্রম চরিত্রে কাজ করতে। একটু চ্যালেঞ্জিং, ভিন্ন, নতুনত্বে মোড়ানো কিছু করতে চান। আমার কাজগুলো খেয়াল করলে বুঝবেন, আমিও তেমনই। আগের কাজের চেয়ে যেন ভিন্ন হয়, এই চেষ্টা সর্বদা থাকে। এই জায়গায় আমাদের দুজনের মিল রয়েছে।”

এসএ-২৯/১২/২২ (বিনোদন ডেস্ক)