কেন নৌকার মাঝি হতে চান, জানালেন মাহিয়া মাহি

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বামী রকিব সরকারকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ–২ আসনকে এগিয়ে নিতে দুটি উদ্দেশ্যকে সামনে রেখে তিনি নৌকার মাঝি হতে চান মাহি। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এক, আমার নির্বাচনী এলাকা অনেকাংশে পিছিয়ে আছে। সেই জায়গা থেকে তাদের সেবা নিশ্চিত করা। দুই, বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত পরিমাণ উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন সম্পর্কে আমার এলাকার মানুষকে অবহিত করা। আমার এলাকায় প্রচার করব, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য যেসব উন্নয়ন করেছেন।’

চাঁপাইনবাবগঞ্জ–২ আসনের সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনটি শূন্য হয়েছে। ওই আসনে আগামী ১ ফেব্রুয়ারি হবে উপনির্বাচন। মাহি বলেন, ‘আমি স্বামীকে বলছিলাম, আমি নূন্যতম ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতব ও এই আসন নৌকাকে এনে দেব ইনশাল্লাহ।’

তৃণমূল আওয়ামী লীগের নেতা–কর্মীদের কাছ থেকেও সমর্থন পাচ্ছেন বলেও জানান মাহি। নির্বাচিত হলে আপনাকে অভিনয়ে পাওয়া যাবে কি না, এমন প্রশ্নের জবাবে মাহি আরও বলেন, ‘অভিনয় আবার মূল ভিত্তি তৈরি করে দিয়েছে। রাজনীতি মানুষের সেবা করা, মানুষের সেবাও করব। সিনেমাও করব।’

মনোনয়ন না পেলেও সেই আসনে যিনিই আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাবেন তাঁর জন্যই কাজ করবেন মাহি।

এর আগে মাহিকে নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ওর (মাহি) পরিবার তো আওয়ামী লীগের পরিবার। তিনিও আওয়ামী লীগ করেন। ঠিক আছে ফরম সংগ্রহ করুক। তাহলে কি ওই অভিনেত্রী আওয়ামী লীগের দলীয় প্রার্থী হচ্ছেন? জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রার্থী হচ্ছেন কি না, বলতে পারব না। তাঁকে ফরম কেনার অধিকার দেওয়া হচ্ছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি; তাঁর স্বামী রকিব সরকার ক্ষমতাসীন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপকমিটির সদস্য রকিব সরকার।

এসএ-৩০/১২/২২ (বিনোদন ডেস্ক)