পিছিয়ে গেল কার্তিকের ‘শেহজাদা’

প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের আলোচিত ছবি ‘পাঠান’ মুক্তি পেয়েছে বুধবার (২৫ জানুয়ারি)। মুক্তির পরই বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি।

দেশে রেকর্ড ভাঙার পাশাপাশি এবার বিদেশের মাটি হলিউডেও রাজত্ব গড়ছে বলিউডের এ সিনেমাটি। ৪ বছর পর বড় পর্দায় ফিরে শাহরুখ অভিনীত ‘পাঠান’-এর সাফল্য পাড়ি জমিয়েছে সুদূর আমেরিকাতেও।

ভারতে এই সিনেমা চলছে সাড়ে ৫ হাজার পর্দায়। দেশের বাইরে ‘পাঠান’ চলছে মোট ১০০টি দেশে। বিদেশে সর্বমোট ২৫০০টি পর্দায় এই ছবি দেখানো হচ্ছে। এর মধ্যে শুধু আমেরিকাতেই ৬৯৪টি সিনেমা হলে ‘পাঠান’ মুক্তি পেয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, আমেরিকায় এ সিনেমা মুক্তি পাওয়ার পর সেখানেও ভাঙছে রেকর্ড। সমীক্ষা বলছে, সেখানে সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত ভারতীয় যে কোনো ছবির তুলনায় ‘পাঠান’-এর গড় সবচেয়ে বেশি। বক্স অফিসে যখন ‘পাঠান’র ঝড় এরই মধ্যে মুক্তির তারিখ পিছিয়ে গেল কার্তিকের পরবর্তী সিনেমা ‘শেহজাদা’র।

১০ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে না সিনেমাটি। এতদিন ১০ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও আপাতত ‘পাঠান’র ঝড়ের সামনে পরতে চাচ্ছে না ‘শেহজাদা’। ‘পাঠান’র রমরমা দেখে সিনেমাটি এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হলো। ছবির প্রযোজকদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে ‘শেহজাদা’র ট্রেলার মুক্তির পর থেকেই ব্যস্ত সময় পার করছেন বলিউড স্টার কার্তিক আরিয়ান। ছবির প্রচারণায় পুরো ভারত ঘুরে বেড়িয়েছেন তিনি।

রোহিত ধাওয়ান পরিচালিত ‘শেহজাদা’ সিনেমায় কার্তিক ছাড়াও আরও রয়েছেন কৃতি স্যানন, মনীষা কৈরালা, পরেশ রাওয়াল, রনিত রায় ও শচীন খেদেকর। এটি তেলুগু ফিল্ম ‘আলা বৈকুণ্ঠপুরামুলো’র -এর হিন্দি রিমেক। রোহিত ধাওয়ানের এই ছবিতে মনীষা কৈরালা, পরেশ রাওয়াল, রণিত রায়, সচিন খেদেকর, প্রমুখকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। ভরপুর অ্যাকশনধর্মী সিনেমা হতে যাচ্ছে ‘শেহাজাদা’।

এসএ-৩১/০১/২৩ (বিনোদন ডেস্ক)