একুশে বইমেলায় তারাদের বই

আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান। প্রতিবছরই মেলায় খ্যাতিমান ও তরুণ লেখকদের বই যেমন প্রকাশ হয়, তেমনি থাকে শোবিজ তারকাদের লেখা বই। এ বছরও আসছে বেশ কয়েকজন তারকার নতুন বই।

আবুল হায়াতের ‘রঞ্জিত গোধূলি’
একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী আবুল হায়াত এবারের বইমেলায় নিয়ে আসছেন উপন্যাস ‘রঞ্জিত গোধূলি’। বইটি প্রকাশ করবে প্রিয় বাংলা প্রকাশন।

ভাবনার ‘কাজের মেয়ে’
‘কাজের মেয়ে’ শিরোনামে নিজের লেখা চতুর্থ উপন্যাস নিয়ে আসছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বইটির প্রচ্ছদ করেছেন আনিসুজ্জামান সোহেল। প্রকাশ পাবে কিংবদন্তি পাবলিকেশন্স থেকে।

জয় শাহরিয়ারের ‘রূপালী গিটার’
কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে নিয়ে শিল্পী জয় শাহরিয়ার প্রকাশ করছেন ‘রূপালী গিটার’। তাঁর সংকলন ও সম্পাদনায় আইয়ুব বাচ্চুর জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণা করেছেন শহীদ মাহমুদ জঙ্গী, নকীব খান, কুমার বিশ্বজিৎ, সাইদ হাসান টিপু, হাসান আবিদুর রেজা জুয়েল প্রমুখ। এলআরবির ইতিহাস তুলে ধরেছেন মিলু আমান ও হক ফারুক। আজব প্রকাশ থেকে প্রকাশিত হবে বইটি। এ ছাড়া জয় শাহরিয়ারের লেখা বাচ্চাদের ছড়ার বই ‘হাতিরঝিলে চড়ুইভাতি’ প্রকাশ পাবে এবারের মেলায়।

পুতুলের নতুন উপন্যাস
গত বছর প্রকাশ পেয়েছিল সংগীতশিল্পী পুতুলের কবিতার বই ‘মেঘ ছুঁতে ছুঁতে পাহাড় বেয়ে উঠতে থাকি আমরা খসে পড়ব বলে’। এবারে আসছে তাঁর উপন্যাস ‘প্রেমতান্ত্রিক পৃথিবীর স্বপ্ন থেকে বিচ্যুত হওয়ার আগে’। উপন্যাসটি প্রকাশ করবে তাম্রলিপি।

অনিমেষে আইচের ‘এক বোতল অন্ধকার’
নির্মাতা অনিমেষ আইচ লিখেছেন ‘এক বোতল অন্ধকার’ নামের উপন্যাস। বইটি প্রকাশ করছে কিংবদন্তি পাবলিকেশন্স।

ইভানের ‘নিকটবর্তী ব্যবধান’
‘অ্যাশেজ’ ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান আসছেন কবিতার বই নিয়ে। নাম ‘নিকটবর্তী ব্যবধান’। ইউ পাবলিকেশন থেকে প্রকাশিত বইটিতে থাকছে ৫০টি কবিতা।

তাঁদের প্রথম বই
চিত্রপরিচালক কাজী হায়াৎ লিখছেন তাঁর আত্মজীবনী ‘একজন সিনেমাওয়ালা’। গায়ক-ড্রামার পান্থ কানাই লিখেছেন নিজের আত্মজীবনী ‘আমি মুক্তি চেয়েছিলাম’। অভিনেতা ও নির্মাতা শামীম জামান লিখেছেন তাঁর প্রথম উপন্যাস ‘কাফনের কথা’। তিনটি বই-ই প্রকাশ করবে কিংবদন্তি প্রকাশনী। চিত্রনায়িকা শিবা আলী খান লিখেছেন গল্পগ্রন্থ ‘আত্মা’। বইটিতে সাতটি গল্প রয়েছে। অন্বেষা প্রকাশন থেকে প্রকাশ পাবে বইটি।

এসএ-০১/০২/২৩ (বিনোদন ডেস্ক)