১৫ বছরের সংসার ছেড়ে পরকীয়ায় ইন্দ্রনীলের স্ত্রী!

ভারতে বিনোদন জগতে খুব জনপ্রিয়তা তারা। কলকাতার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। তার স্ত্রী বরখা সেনগুপ্ত কলকাতার শোবিজের বিশিষ্ট মুখ। তবে তাদের প্রসার টালিউডের তুলনায় বলিউডেই বেশি। বলিউডের একাধিকবার ধারাবাহিকে প্রধান ভূমিকায় কাজ করেছেন তারকা দম্পতি। সেখান থেকেই একে অপরের প্রেম।

তাদের দীর্ঘ ১৫ বছরের সংসার ভেঙে যাওয়ার খবর আসে ২০২১ সালে। তবে সেই সময় বিচ্ছেদ হয়নি তাদের। বিচ্ছেদ না হলেও আলাদা থাকছিলেন।

এরই মধ্যে গুঞ্জন ওঠে— এক অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বরখা সেনগুপ্ত। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, গত বছর থেকে অভিনেতা-প্রযোজক আশিষ শর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বরখা সেনগুপ্ত। বরখা ব্যক্তিগত জীবন নিয়ে কারও সঙ্গে কথা বলতে চান না। সব রকম প্রচার থেকেও দূরে থাকেন। বিশেষ করে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে পুরোপুরি নারাজ। তবে আশিষ-বরখা একসঙ্গে বাইরে ঘুরতে বের হতে মোটেও লজ্জাবোধ করেন না। প্রথমে তাদের মাঝে বন্ধুত্ব তৈরি হয়, তার পর তা প্রেমে রূপ নেয়।

গত ২০ ফেব্রুয়ারি ছিল আশিষ শর্মার জন্মদিন। এ উপলক্ষ্যে বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন তিনি। তাতে উপস্থিত ছিলেন বরখা। বিভিন্ন পার্টিতে একসঙ্গে যোগ দেওয়া ও নাচতেও দেখা যায় এ জুটিকে।

বরখা সেনগুপ্ত এখনো তার নামে সঙ্গে স্বামীর উপাধি ব্যবহার করছেন। গত বছরের জুলাই মাসে ওটিটিপ্লের সঙ্গে আলাপকালে বরখা সেনগুপ্ত বলেছিলেন, আমি এখনো আমার স্বামীর উপাধি আমার নামের সঙ্গে ব্যবহার করছি। কারণ কাগজপত্রে আমরা এখনো স্বামী-স্ত্রী। যতদিন বিবাহিত থাকব ততদিন এটি ব্যবহার করব। আনুষ্ঠানিকভাবে বিয়েবিচ্ছেদ হলে নাম পরিবর্তন করব।

২০০৮ সালে বরখার সঙ্গে গাঁটছড়া বাঁধেন ইন্দ্রনীল। ২০১২ সালে তাদের ঘর আলো করে আসে কন্যা মীরা। তার বয়স এখন ১১ বছর।

এসএ-০১/২৪/০২ (বিনোদন ডেস্ক)