মারা গেছেন কলকাতার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যের মা। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মারা গেছেন তিনি। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।
খুব ছোটবেলায়ই বাবাকে হারিয়েছেন অপরাজিতা। এবার মাকে হারালেন এই অভিনেত্রী। মায়ের মৃত্যুর খবরটি ইনস্টাগ্রাম পোস্টে নিজেই জানিয়েছেন তিনি। অপরাজিতা জানান, আজ সকাল সাড়ে ৯টায় আমার মা মারা গেছেন।ভারতীয় গণমাধ্যমে অভিনেত্রী বলেন, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিল আমার মা। গতকাল রাতেই অনেক জ্বর এসেছিল। আজ সকালে হঠাৎ করেই অক্সিজেন ওঠা-নামা শুরু করে। সেই সঙ্গে ব্লাড প্রেশার একেবারে শূন্যতে নেমে যায়।
অপরাজিতা আরও বলেন, হাসপাতালে নিয়ে যাব বলে ফোনও করেছিলাম আমি। কিন্তু যাওয়ার আগেই সব শেষ। মা আমাকে একা রেখে চলে গেলেন।
প্রসঙ্গত, লক্ষ্মীকাকিমা সুপারস্টার ধারাবাহিকে সিরিয়ালে কাজ করছেন অপরাজিতা। সেইসঙ্গে ঘরে ঘরে জি বাংলার সঞ্চালনার দায়িত্বও পালন করছেন এই অভিনেত্রী।
এসএ-৯/২৭/০২ (বিনোদন ডেস্ক)