নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তার স্ত্রী আলিয়া সিদ্দিকির দাম্পত্য কলহের জটিলতা দিনে দিনে বাড়ছে। তার মধ্যেই এমন এক কাণ্ডে পরিস্থিতি অন্যদিকে মোড় নিল। মুম্বাইয়ে নিজের বাংলোয় গিয়েও অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে পারলেন না নওয়াজ। মাঝরাতে দরজা থেকেই তাকে ফিরিয়ে দিলেন ভাই ফজিউদ্দিন সিদ্দিকি। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। যা নিয়ে ফের শোরগোল নেটদুনিয়ায়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নওয়াজের মায়ের শরীর বেশ কিছু দিন ধরেই খারাপ। অবস্থার আরও অবনতির খবর পেয়ে বৃহস্পতিবার নওয়াজ গিয়েছিলেন বাড়িতে। আশায় ছিলেন, মাকে একবার দেখতে পাবেন, কিন্তু ভাই এবং আরও কয়েকজন মিলে অভিনেতাকে বাধা দেওয়ায় তিনি ঢুকতে পারেননি। অনেক বুঝিয়েও লাভ হয়নি, লোকে তাকে বুঝিয়ে দেন, নিজের বাড়িতেও প্রবেশাধিকার হারিয়েছেন তিনি।
সপ্তাহ কয়েক আগে আন্ধেরির বাংলোয় সন্তানদের সঙ্গে দেখা করতে গেলেও তাকে ঢুকতে দেননি স্ত্রী আলিয়া। নওয়াজ থাকছেন হোটেলেই। অভিযোগ-পাল্টা অভিযোগ, পারস্পরিক কাদা ছোড়াছুড়ির আবহে সম্প্রতি আলিয়াকে ডেকে পাঠিয়েছিল ভারসোভা থানার পুলিশ। প্রাক্তন স্বামী নওয়াজের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ এনেছেন তিনি। সন্তানদের নিজের কাছেই রাখতে চান, সেই সঙ্গে চান সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান। আদালতের রায়ের উপরই নির্ভর করছে এই পরিস্থিতির মীমাংসা।
গত সপ্তাহে মুম্বই হাইকোর্টের দুই বিচারপতি এ এস গডকরী ও পি ডি নায়েকের ডিভিশন বেঞ্চ নওয়াজ ও আলিয়াকে তাদের দুই সন্তানের অভিভাবকত্ব নিয়ে সমস্যার সমাধান করতে কথা বলার নির্দেশ দেয়। তাদের দুই সন্তানের এক জনের বয়স ১২ বছর, অন্য জনের ৭ বছর। নওয়াজ যদিও তার ১২ বছরের কন্যার ভরণপোষণের দায়িত্ব নিজেই নিতে চাইছিলেন আর অস্বীকার করছিলেন ৭ বছরের পুত্রকে। সেই পরিস্থিতিতে বেঁকে বসেন আলিয়া।
এসএ-৭/০৩/০৩ (বিনোদন ডেস্ক)