স্বামী আদিল দুররানির বিরুদ্ধে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং টাকা ও গহনা আত্মসাতের অভিযোগ করেছেন রিয়্যালিটি শো তারকা রাখি সায়ন্ত। তিনি আদিলের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও তুলেছিলেন। এজন্য গত ৮ ফেব্রুয়ারি আদিলকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ।
আদিলকে মন থেকে ক্ষমা করতে পারবেন না, তবে তার জামিনের জন্য দোয়া করেছেন রাখি। খবর হিন্দুস্থান টাইমসের।
সম্প্রতি দুবাই যাওয়ার পথে রাখি বলেন, ‘সকালে আমি নামাজ পড়েছি। রমজানের উদ্দেশ্য হলো মানুষকে ক্ষমা করা। আদিলকে আমি মন থেকে ক্ষমা করতে পারব না, তবে দোয়া করি তার জামিন হয়ে যাক।’
স্ত্রী হিসেবে রাখি নিজেকে ভালো দাবি করেন। তিনি আদিলের বিরুদ্ধে জীবন নষ্টের অভিযোগ করেন।
এই বলিউড অভিনেত্রী বলেন, আদিলকে এতটা ভালোবাসা ঠিক হয়নি। তার জামিন হোক এটা চাই, তবে তার বিরুদ্ধে অভিযোগগুলো খুবই সিরিয়াস।
গণমাধ্যমের সাহায্যে আমি তাকে জানাতে চাই- ‘আদিল যদি তুমি জামিন পাও, তবে অন্য কারও জীবন নষ্ট করো না। নিজেকে বদলানোর চেষ্টা করো। কাউকে বিয়ে করলে তার সঙ্গে খারাপ আচরণ করো না, যেমনটা করেছ আমার সঙ্গে।’
রাখি আদিলের কাছে না ফেরার প্রতিজ্ঞা করেছেন। তিনি একাই জীবন কাটাতে চান।
এসএ-১৪/১৬/২৩ (বিনোদন ডেস্ক)