কিছুদিন আগেই আরিয়ান খানের সঙ্গে নোরা ফাতেহির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও পরে বিষয়টি নিয়ে আর কথা শোনা যায়নি। এবার এক বাঙালি অভিনেত্রীর সঙ্গে শাহরুখপুত্র আরিয়ান খানের নাচ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। খবর হিন্দুস্তান টাইমসের।
পার্টিতে আরিয়ান খানকে নিয়মিতই দেখা যায়। সেটা মুম্বাইতে হোক বা দুবাইয়ে। এবার তাঁকে পাওয়া গেল নায়রা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাঁর পোস্ট করা ছবিতে আরিয়ানের দেখা পাওয়ার পর ছবিগুলো ভাইরাল হয়।
আরিয়ান খানকে অভিনন্দন জানিয়ে রিল পোস্ট করেছেন তিনি। যেখানে ক্যাজুয়াল লুকে দেখা যাচ্ছে শাহরুখপুত্রকে। ডিপ নেকের শর্ট পরে পার্টিতে গিয়েছিলেন বাঙালি অভিনেত্রী। শাহরুখ খানের ছেলের সঙ্গে বেশ অন্তরঙ্গ হয়েই ছবি তুলেছেন তিনি।
নায়রা বন্দ্যোপাধ্যায় নামে এই বাঙালি অভিনেত্রী পরিচিত হলেও তাঁর আসল নাম মধুরিমা বন্দ্যোপাধ্যায়। তেলেগু, হিন্দি, মালয়ালম, কন্নড় ভাষার ছবিতে অভিনয় করেছেন।
এর মধ্যে তেলেগু ছবি ‘আ ওক্কাডু’র সাফল্যর পর তাঁর পরিচিতি বাড়ে। পরে তাঁকে বলিউড সিনেমা ‘ওয়ান নাইট স্যান্ড’-এও দেখা যায়।
সিনেমা ছাড়াও টিভির পরিচিত মুখ নায়রা। ‘দিব্য দৃষ্টি’, ‘এক্সকিউজ মি ম্যাডাম’, ‘রক্ষাবন্ধন…রাসাল আপনে ভাই কি ঢাল’ ইত্যাদি পরিচিত সিরিয়ালে দেখা গেছে তাঁকে।
এসএ-১৬/২৭/২৩ (বিনোদন ডেস্ক)