বাবা হলেন চিত্রনায়ক রোশান

কন্যাসন্তানের বাবা হয়েছেন চিত্রনায়ক রোশান। বুধবার রাত ১১টার দিকে ফেসবুকে তিনি নিজেই সবাইকে জানালেন বাবা হওয়ার খবর।

সঙ্গে নবজাতকের চারটি ছবি শেয়ার করেছেন।আড়াই বছর আগে গোপনে বিয়ে করেন চিত্রনায়ক রোশান। বিয়ের খবর চলতি মাসের প্রথম সপ্তাহে প্রকাশ্যে আনেন এই ঢালিউড তারকা।

রোশান জানান, বুধবার বেলা ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী তাহসিনা এশা কন্যাসন্তান জন্ম দিয়েছেন। এ সময় রোশানসহ দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন।

মঙ্গলবার দিবাগত রাত তিনটা পর্যন্ত সিনেমার গানের শুটিং করেছিলেন। রাতে বামায় ফিরে দেখেন স্ত্রী কিছুটা অস্বস্তি বোধ করছেন। ভোরে স্ত্রীকে হাসপাতালে ভর্তি করান।

বুধবার সকালে তার কন্যা ভূমিষ্ঠ হয়। উচ্ছ্বাস নিয়ে রোশান বলেন, আমি বাবা হয়েছি। মা ও সন্তান দুজনই সুস্থ আছে। এর চেয়ে আর ভালো লাগা কী হতে পারে। দুই পরিবারের সবাই খুশি আমরা।

২০২০ সালের ১১ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। সেদিন তার এক বন্ধুর উত্তরার বাসায় কাজি ডেকে বিয়ের কাজটি সেরে নেন তারা।

এসএ-০৩/২৫/২৩ (বিনোদন ডেস্ক)