মাহফুজের ফোন পেয়ে আপ্লুত শাকিব

ঈদে মুক্তি পেতে চলেছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ‘প্রিয়তমা’ ও জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের ‘প্রহেলিকা’ সিনেমা। মুক্তির আগেই এই দুই ছবিকে ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা-উদ্দীপনা।

এরই মাঝে শাকিব খানকে ফোন করেছেন মাহফুজ আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব নিজেই। এই অভিনেতার ফোন কল পেয়ে খুবই খুশি হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ জুন) এক ফেসবুক পোস্টে শাকিব জানান, ‘হঠাৎ মাহফুজ ভাইয়ের ফোন পেয়ে ভীষণ ভালো লাগল। অনেক কথা আর দারুণ সব ভাবনার বিনিময়ও হলো। আট বছর পর আবার সিনেমায় ফিরছেন আমাদের প্রিয় মাহফুজ ভাই। তিনি চমৎকার একজন মানুষ ও অসাধারণ অভিনেতা। প্রত্যাশা রাখি তিনি আমাদের মাঝে থাকবেন, নিয়মিত সিনেমায় অভিনয় করবেন।’

মাহফুজ আহমেদের সিনেমার জন্য শুভকামনা জানিয়ে শাকিব খান লিখেছেন, ‘ঈদে মুক্তি প্রতীক্ষিত তার সিনেমা এবং মাহফুজ ভাইয়ের প্রতি রইলো অনেক অনেক শুভকামনা।’

এর আগে ‘প্রহেলিকা’ সিনেমার এক সংবাদ সম্মেলনে শাকিবের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মাহফুজ। তিনি বলেছিলেন, ‘শাকিব খান শুধু নায়ক না, অনেক বড় একজন অভিনেতা। দুটি জিনিসের সমন্বয়ের অভাব আছে আমাদের। কেউ অভিনয় পারলে নায়কোচিত না, আবার নায়কোচিত হলে অভিনয় পারে না। শাকিব খান একইসঙ্গে অভিনেতা এবং নায়ক।’

দুই তারকার একে অন্যেকে নিয়ে এমন মন্তব্য ও পাশে থাকা ভক্তদের ভালোবাসা কুড়িয়েছে। সকলেই তাদের এই মনোভাবের প্রশংসা করেছে।

চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমায় মাহফুজের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। অন্যদিকে ‘প্রিয়তমা’ পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে শাকিবের নায়িকা কলকাতার ইধিকা পাল।

এসএ-০৫/২৮/২৩ (বিনোদন ডেস্ক)