প্রকাশ পেল ঢাকাই সিনেমার চিত্রনায়িকা জাহারা মিতুর মিউজিক ভিডিও ‘সইর্ষার ফুল’। এবার এই আইটেম গানটি দিয়ে দর্শকদের মাতাবেন তিনি। গানে আইটেম গার্ল হিসেবে লাস্যময়ী রূপে নিজেকে মেলে ধরেছেন মিতু।
বুধবার (২৮ জুন) বিকেল ৫টায় বেঙ্গল মাল্টিমিডিয়া নিবেদিত ঈদুল আজহা উপলক্ষে মিউজিক ভিডিওটি সবার জন্য উন্মুক্ত করা হয় আরটিভি মিউজিক চ্যানেলে।
সৈয়দ আশিক রহমান প্রযোজিত, অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিবের তত্ত্বাবধানে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আরজু আহমেদ। এতে কোরিওগ্রাফি করেছেন মোফাসসাল আলিফ। মিজানুর রহমান কথা ও শওকত আলি ইমনের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন চন্দ্র রায়।
এ প্রসঙ্গে শওকত আলী ইমন বলেন, এই গানটি লিখেছেন এ মিজান। তার কথার মাঝেই অন্যরকম মজা আছে। তাই কথার সঙ্গে মিল রেখে সুর ও সংগীত করেছি। সবকিছু মিলিয়ে দারুণ একটি গান হয়ে উঠেছে। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে।
প্রসঙ্গত, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজের কর্মজীবন শুরু করেন জাহারা মিতু। এরপর ২০১৯ সালে শাকিব খানের বিপরীতে ‘আগুন’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু হয় মিতুর। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জয় বাংলা’ ২০২২ সালে মুক্তি পায়। তারপর চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে ঢাকাই চলচিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।
এসএ-০৬/২৮/২৩ (বিনোদন ডেস্ক)