সিনেমা হলে শাকিবের ‘প্রিয়তমা’ দেখে প্রশংসায় ভক্তরা

মুক্তি পেয়েছে পবিত্র ঈদুল আজহায় শাকিব খানের একমাত্র সিনেমা ‘প্রিয়তমা’। ঈদের দিন একযোগে দেশের প্রায় ১০৫টি হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

বৃহস্পতিবার (২৯ জুন) সিনেমাটি মুক্তির পর দর্শকদের কাছ থেকেও বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পেতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘প্রিয়তমা’ নিয়ে ভক্তরাও নিজেদের সন্তুষ্টির কথা প্রকাশ করেছেন। সেইসঙ্গে শাকিব খানকে প্রশংসায় ভাসিয়েছেন।

ফেসবুকে বাংলা চলচ্চিত্র জগৎ নামের এক গ্রুপে তৌহিদ আনাম নামের একজন লিখেছেন, ‘আমি কোনো রাজকুমার নই, আমার কোনো পঙ্খীরাজ ঘোড়া নেই, আছে এক রাজ্য ভালোবাসা, তুমি কি আমার প্রিয়তমা হবে?’ সংলাপটি ‘প্রিয়তমা’ সিনেমার। শাকিব খানকে শেষ কবে এত ভালো অভিনয় করতে দেখেছি ভুলে গেছি। শাকিবকে দিয়ে সব রকম চরিত্রে অভিনয় করানো যায় সেটার প্রমাণ হয়ে থাকবে প্রিয়তমা। গল্পের ‘প্রিয়তমা’ ইধিকা ছিলো এই সিনেমার প্রাণ। এটি তার প্রথম সিনেমা কিন্তু তার অভিনয় ছিল চোখে লাগার মতো।

অলোক আজম নামের একজন লিখেছেন, প্রিয়তমা দেখে আসলাম। প্রথম দিন প্রথম শো। এতদিন শাকিব খানকে যে ধরণের ছবিতে দেখার জন্য আগ্রহ দেখাতাম, প্রিয়তমা ঠিক সে ধরণের ছবি।

সিনেমার অভিজ্ঞতা জানিয়ে হিমু নামের একজন লিখেছেন, খুবই সহজ-সরল সাবলীল একটি গল্প। তবে গল্পের উপস্থাপনা খুবই সুন্দর হয়েছে। প্রত্যেকের অভিনয় দারুণ হয়েছে। তবে অতিরিক্ত কিছু মনে হয়নি। অল্প একটু টুইস্টও আছে। এই ধরণের গল্পে আসলে টুইস্ট থাকে না। হলভর্তি মানুষ ছিল। প্রত্যেকটা সিট ফিল আপ ছিল। এমন দর্শক সর্বশেষ দেখা মিলেছে হাওয়া সিনেমার সময়।

এছাড়াও গণমাধ্যমের কাছেও সিনেমা পরবর্তী প্রতিক্রিয়ায় নানা মন্তব্য জানিয়েছেন দর্শকরা। যেখানে সকলেই শাকিবের অভিনয় ও তার লুকের প্রশংসা করেছেন। এবারের ঈদে ‘প্রিয়তমা’ বাজিমাত করবে- এমন মন্তব্যও করতে দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। ছবিটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

এসএ-০৩/২৯/২৩ (বিনোদন ডেস্ক)